শাহ্ আলম শাহী,দিনাজপুর: দুর্বৃত্তদের দেওয়া আগুনে জ্বলেছে দিনাজপুরের জাতীয় উদ্যান সিংড়া ফরেস্ট বনভুমি। প্রায় আড়াই ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে প্রায় ৭ একর বনের বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি। এ ঘটনায় হুমকিতে পড়ছে বনের পরিবেশ।
আজ সোমবার (৩ মার্চ ) দুপুর দেড় টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া জাতীয় উদ্যানের উত্তরাংশে প্রবেশ পথ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স,বনবিভাগ ও স্থানীয় জনতার প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টার আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে ৭ একরের বেশি বনের গাছ-গাছালি। ছোট গজারিগাছ, বেত বাগানের বেত গাছ,ঝোপঝাড়, লতাপাতা, উই ডিপি, পোকামাকড়, কেঁচু ও কীটপতঙ্গ। এর ফলে জন্ম নেয় না নতুন গাছ। বিনষ্ট হয় বন্য প্রাণীর আবাসস্থল। বন পোড়ানোর কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী, কীটপতঙ্গ ও পাখি। ফলে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আগুনের ঘটনায় বিপুল অংকের ক্ষতির আশংকা করেছেন বন কর্মকর্তা গয়া প্রসাদ পাল।
কে বা কাহারা গহিন বনের ভিতরে আগুন লাগিয়ে পালিয়ে যায়, শুকনা পাতায় লাগা আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলতে দেখে স্থানীয়রা ছুটাছুটি করতে থাকে, জানতে পারে বন কর্তৃপক্ষ।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসে সংবাদ দেওয়া হলে তারা উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
সিংড়া বিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল বলেন, বনে আগুন দেওয়া অপরাধ। এতে জীববৈচিত্র্য ও বন্য প্রাণীর নিরাপদ আবাসস্থল ধ্বংস হয়। ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি ও ভারসাম্য নষ্ট হয়। তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাচ্ছে না তবে প্রায় ৭ একর বেত বাগান ও বাগানের শুকনা শাল গাছ পুড়ে গেছে।
দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বনসংরক্ষক নুরুন্নাহার জানান, দুপুরে বনে টহলরত অবস্থায় বন বিভাগের লোকজন হঠাৎ বেতবাগানে আগুন দেখতে পান। পরে বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। কী কারণে আগুন লেগেছে বা আগুনের উৎপত্তি কীভাবে, তা এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে বড় কোনো গাছ পুড়ে যায়নি।
কী কারণে আগুন লেগেছে বা আগুনের উৎপত্তি কীভাবে, তা এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।'
এবিষয়ে বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোসলেমউদ্দিন জানান ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আড়াই ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণেআসে। বড় গাছের তেমন কোনো ক্ষতি হয়নি। ছোট গাছগুলো বেশি পুড়েছে।'
প্রসঙ্গত:৮৫৯ দশমিক ৯৩ একর জমির ওপর সিংড়া শালবন। ২০১০ সালে বন বিভাগ এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। শালগাছ ছাড়াও এই বনে রয়েছে জারুল, তরুল, শিলকড়ই, শিমুল, মিনজীরি, সেগুন, গামারি, আকাশমণি, ঘোড়ানিম, সোনালু, গুটিজাম, হরীতকী, বয়রা, আমলকী, বেতসহ বিভিন্ন রকমের উদ্ভিদ, লতাগুল্ম এবং হরেক রকম ভেষজ ও ফুলের গাছ রয়েছে এ বনে।