স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা পাইলট বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে সৈয়দপুর উপজেলা শহরের মুন্সিপাড়া জাসদ মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদ রানা পাইলট ওই ইউনিয়নের খিয়ারজুম্মা হাজীপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোখলেছুর রহমানের ছোট ছেলে ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেনের ছোট ভাই।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন জানান, ডেভিল হান্ট অপারেশনের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল বুধবার(৫ মার্চ) সকালে নীলফামারী আদালতে পাঠানো হবে। তিনি আরো জানান, তার নামে গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সৈয়দপুর থানায় মামলা রয়েছে।