দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে ভাতিজার বিয়ের আশির্বাদ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় বিমল চন্দ্র রায় নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন স্বপন চন্দ্র রায় এবং বিমল চন্দ্র রায় নামে অপর দুই আরোহী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আশংকাজনক অবস্থায় বিমল চন্দ্র রায়কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
নিহত বিমল চন্দ্র রায়(৫০) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতৈল ইউনিয়নের নাড়াইল গ্রামের মৃত সেধেন চন্দ্র রায়ের ছেলে। আহত স্বপন রায় (৩৫) একই এলাকার কমল চন্দ্র রায়ের ছেলে এবং বিমল চন্দ্র রায় (৫৫) একই এলাকার বাসিন্দা। বুধবার বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ-খানসামা আঞ্চলিক সড়কের কল্যাণী ঢোলপুকুর সংলগ্ন জোড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বোচাগঞ্জ উপজেলার ছাতৈল ইউনিয়নের নাড়াইল গ্রামের উলিক চন্দ্র রায়ের ছেলে রতন চন্দ্র রায় জানান, বিমল চন্দ্র রায়ের ভাতিজার বিয়ের আশির্বাদ অনুষ্ঠানে যোগ দিতে দুটি মোটরসাইকেলে যোগে বীরগঞ্জের মোহনপুর ইউপির লাটের হাট মাটিয়া কুড়ার গ্রামের গ্রাম্য পুলিশ ধনেশ রায়ের বাড়িতে যায় তারা। এসময় রতন রায়ের মোটরসাইকেলে ২ জন এবং বিমল চন্দ্র রায়কে বহনকারী মোটরসাইকেলে ৩ জনসহ মোট ৫ জন অংশ নেয় সেই অনুষ্ঠানে। ধনেশ রায়ের মেয়ের আশির্বাদ অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরা পথে ঘটনাস্থলে বিমল চন্দ্র রায়কে বহনকারী মোটরসাইকেলকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই বিমল চন্দ্র রায় মারা যান। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইসমাইল হোসেন জানান, আহত স্বপন চন্দ্র রায়কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বিমল চন্দ্র রায়ের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বীরগঞ্জ থানার এসআই রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, ড্রাম ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।