আর্কাইভ  রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ● ৭ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২০ এপ্রিল ২০২৫

নীলফামারীতে মাটি খনন করার সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার

বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, রাত ০৮:৩৭

নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়া গ্রামে মাটি খননের সময় প্রাচীন বিষ্ণু মূতি উদ্ধার করা হয়। 

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ জেলার জলঢাকা উপজেলায় চলমান তিস্তা সেচ ব্যবস্থা সম্প্রসারণ করণ কাজে মাটি খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার(৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়া গ্রামে এটি উদ্ধার করা হয়। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 
বৃহস্পতিবার(৬ মার্চ) রংপুর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে সেটি প্রদান করা হয়। 
এলাকার বাবু রাম রায় (২৮) জানান, মাটি খনন কালে এই বিষ্ণু মূর্তিটির সন্ধান মিলে। কাদামাটি যুক্ত খন্ডখন্ড পাথর গুলো নিয়ে এসে ধুয়েমুছে দেখতে পাই এটি বিষ্ণু মূর্তি। এ খবর ছড়িয়ে পরলে বাড়িতে উৎসুক মানুষের সমাগম ঘটে। রাতে পুলিশ এসে নিয়ে যায়। স্থানীয় বিজেন চন্দ্র রায় (৭৬) বলেন, এটি পুরনো দিনের একটি বিষ্ণু মূর্তি। 
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠাই। সেখানে স্থানীয় বাসিন্দা বাবু রাম রায়ের বাড়িতে সনাতন ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন সম্প্রাদায়ের মানুষ মুর্তিটি দেখার জন্য ভিড় করে। পরে তার কাছ থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। তিনি জানান, যেহেতু এটি প্রত্নতত্ত্বের বিষয় তাই বৃহস্পতিবার সকালে আমরা সেটি রংপুর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠিয়ে দিই। 

মন্তব্য করুন


Link copied