স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে শনিবার(৮ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বালিকাদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য বাইসাইকেল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের সহযোগিতায় শোভাযাত্রার আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)।
পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অপর একটি শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, জাতীয় মহিলা পরিষদের সভাপতি দৌলত জাহান ছবি, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল, ইউএসএস এর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম, টিআইবি সনাকের সদস্য ফওজিয়া ইসলাম জলি প্রমুখ। ইউএসএস, টিআইবি সনাক, ব্র্যাক, গুডনেইবার, ওয়াল্ডভিশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর অংশগ্রহন করে এসব কর্মসূচিতে। শেষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয় ১০জন দুঃস্থ্য নারীর মাঝে।
অনুরূপ ভাবে জেলার ৬ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।