স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান ওরফে এ.এফ.এম তারিক হোসেন খান। রবিবার(৯ মার্চ) বিকালে গার্ড অফ অনার গ্রহণের পর নবাগত পুলিশ সুপার যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেন।
এসময় নীলফামারী জেলা পুলিশের পক্ষে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোহসিন। এরপর নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এ.বি.এম ফয়জুল ইসলাম, সৈয়দপুর সার্কেল এ,কে,এম ওহিদুন্নবী, আর.আই পুলিশ লাইন্স, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, নীলফামারী সদর থানা অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, টিআই প্রশাসন সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।
উল্লেখ যে, গত ৪ মার্চ(মঙ্গলবার) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে রাজশাহী মহানগর পুলিশের সদ্য ডিসি পদে পদোন্নতি প্রাপ্ত আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান ওরফে এ.এফ.এম তারিক হোসেন খানকে নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।
এ. এফ. এম তারিক হোসেন খান বিসিএস (পুলিশ) ২৪তম ব্যাচে যোগদান করেন। তিনি ফরিদপুরের বাসিন্দা। এরআগে তিনি ঢাকা মেট্রোপলিটন(ডিএমপি) অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ পুলিশ উপ-পুলিশ কমিশনার (অপারেশনস্), অ্যাডিশনাল এসপি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও ঢাকা উপ-পুলিশ কমিশনার মিরপুর ট্রাফিক পুলিশেও কাজ করেছেন।
আরো পড়ুন
নীলফামারীর নতুন পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান