আর্কাইভ  শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫ ● ২১ চৈত্র ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

তিস্তা নদীতে নিখোঁজের দুইদিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, রাত ০৮:৫৮

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুইদিন পর মাসুদ ইসলাম(১২) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার(২০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদীর তেলির বাজার পূর্ব খড়িবাড়ি এলাকায় তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। নিহত মাসুদ ইসলাম ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও পূর্ব খড়িবাড়ি সরকারি বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। 
বিষয়টি নিশ্চিত করেছেন টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন। তিনি আরও জানান, গত মঙ্গলবার(১৮ মার্চ) দুপুরে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নদীতে তলিয়ে যায় মাসুদ। এরপর অনেক খোঁজাখুজির পড়েও তার সন্ধান পাওয়া যায়নি। আজ তেলির বাজার থেকে ৫০০ গজ দূরে তিস্তা নদীর ভাটি থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। 
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফজলে এলাহী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন


Link copied