আর্কাইভ  বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫ ● ২০ চৈত্র ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

নীলফামারীতে ফেসবুকে নবী (সা:) ও হযরত আয়েশা (রা:) নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, রাত ০৯:০৯

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হযরত মোহাম্মদ (সঃ) এবং হযরত আয়েশা (রা:)  সম্পর্কে কটূক্তিমূলক আপত্তিকর পোস্ট করায় সুশান্ত রায় (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ২টায় সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়নের দুবাছুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুশান্ত রায় সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের পশ্চিম ধোবাডাঙ্গা পাইকার পাড়া গ্রামের পরেশ বাবুর ছেলে।
বৃহস্পতিবার(২০ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম। 
পুলিশ জানায়, গত সোমবার(১৭ মার্চ) ‘নীলফামারী অনলাইন শপ’ নামে একটি ফেইসবুক গ্রুপে ইটজ সবুজ আহমেদ(itz Sabuj Ahmed) নামক আইডি থেকে হযরত মোহাম্মদ (সঃ) এবং হযরত আয়েশা (রা:) নিয়ে আপত্তিকর পোস্ট করা হয়। বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে গত দুইদিনে একাধিক ব্যক্তি তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। তাৎক্ষনিকভাবে জেলা পুলিশ অপরাধীদের শনাক্ত করার লক্ষ্যে ওই পোস্টের বিষয়ে অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানের এক পর্যায়ে দেখা যায় আপত্তিকর ওই পোস্টটি সুশান্ত রায় নামে এক ব্যক্তি তার নিজের ফেইসবুক আইডিতে শেয়ার করেন। এরপর থেকে সুশান্ত রায় পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।’
অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম. ফয়জুল ইসলাম বলেন, ঘটনার পর পরই আপত্তিকর পোস্টকারীকে ধরতে পুলিশ অভিযান শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে।

মন্তব্য করুন


Link copied