পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ঈদ উপলক্ষে সরকারের দেয়ে ভিজিএফ চাল সংগ্রহ নিতে গিয়ে হিটস্টকে শহিমা বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুুপুরে পঞ্চগড় পৌরসভা থেকে ঈদ উপলক্ষে দেয়া ভিজিএফের চাল সংগ্রহ করতে গিয়ে প্রচন্ড রোদ আর ভিড়ে হিটস্টকে অসুস্থ হয়ে মারা যান বলে দাবি ওই নারীর পরিবারের। পরে বাদ এশা মৃতের নামাজে জানাজার পর মোনালি কবরস্থাতে দাফন করা হয়েছে।
মৃত শহিমা বেগম পঞ্চগড় পৌরসভার মোলানি এলাকার শফিয়ার রহমানের স্ত্রী। তার চার মেয়ের মধ্যে ১ জন মারা গেছেন। বাকি ৩ জনকে বিয়ে দিয়েছেন। স্বামী শফিয়ার রহমানও অসুস্থ তেমন কাজ কর্ম করতে পারেন না। নিজেই মানুষের কাজ করে কোন মতে সংসার চালাতেন।
শহিমা বেগমের জামাতা শাহিন ইসলাম বলেন, আমার শাশুড়ি রোজা রেখে ভিজিএফের ১০ কেজি চাল তুলতে যান। পৌরসভায় ছিলো প্রচন্ড ভিড়। সেই সাথে ঠেলাঠেলি আর প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। কোন মতে চাল তুলতে পারলেও মাথা ঘুরে পড়ে যান এবং বমি করেন। পরে তাকে আমার ছেলে এক প্রতিবেশির বাসায় নিয়ে গিয়ে মাথায় পানি ঢালে। কিন্তু অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে নেয়ার পথেই মারা যান। আসলে পৌরসভা বিশৃঙ্খলভাবে চাল বিতরণের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রহিমুল ইসলাম বলেন, ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। তবে তার মৃত্যুর কারণ জানা যায় নি বলে জানান তিনি।
পঞ্চগড় পৌর নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান বলেন, বৃহস্পতিবার ভিজিএফের চাল বিতরণের সময় অনেক ভিড় ছিলো। তবে চাল নিতে এসে মারা যাওয়ার ঘটনা আমার জানা নেই।