নিউজ ডেস্ক: ম্যাচ খেলতে নেমে অসুস্থ হওয়া তামিম ইকবালকে হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি তিনি।
বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। বুকে ব্যথা শুরু হওয়ায় তাকে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়, মাঠে আসে হেলিকলপ্টারও।
কিন্তু অবস্থা বেগতিক বিধায় সেটা আর সম্ভব হয়নি, নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে। জানা গেছে মারাত্মক হার্ট অ্যাটাক হয়েছে তার। তিনি এখন কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন।