আর্কাইভ  বুধবার ● ২ এপ্রিল ২০২৫ ● ১৯ চৈত্র ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ২ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

কুড়িগ্রামের উলিপুরে নৌ বন্দর ও নৌ থানা স্থাপন সহ ৫ দফাসহ ১৫ দাবীতে নদী রক্ষা ও চর উন্নয়ন আন্দোলনের আয়োজনে মানববন্ধন

সোমবার, ২৪ মার্চ ২০২৫, রাত ১১:২৯

Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধিঃ  বৈষম্যের শিকার কুড়িগ্রামে নদ-নদী অববাহিকায় ও চরাঞ্চলে বসবাসরত নাগরিকদের অধিকার নিশ্চতকরণ এবং চাষাবাদযোগ্য চরাঞ্চলের জমি ও জনবলকে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ও শিল্পে সম্পৃক্ত করে কর্মসংস্থান সৃষ্টির মূল লক্ষ্য, কুড়িগ্রামে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ধরলা নদীর তীরে নদী খনন, নৌ বন্দর ও নৌ থানা স্থাপন সহ ৫ দফা দাবীতে নদী রক্ষা ও চর উন্নয়ন আন্দোলন, বৈষম্য দূরীকরণে একটি সামাজিক সংগঠন এর আয়োজনে এলাকার ৫ ইউনিয়নের মানুষ মানববন্ধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধান নির্বাহী ও সমন্বয়কারী কুড়িগ্রাম নদী রক্ষা ও চর উন্নয়ন আন্দোলন এবং স্পেশাল প্রসিকিউটর (এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল), বিডিআর বিশেষ ট্রাইব্যুনাল, ঢাকার এ্যডভোকেট, এস,এম, নুরে এরশাদ সিদ্দিকী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম নদী রক্ষা ও চর উন্নয়ন আন্দোলনের জেলা আহবায়ক বিএম আমিনুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নুর আলম সিদ্দিক লাভলু সহ আরো অনেকে।
প্রসঙ্গত-৫ দফা দাবী ছাড়াও মানববন্ধনে আরো ১৫ দফা দাবী তুলে ধরেন ভুক্তভুগি এলাকাবাসী:-
১) ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদী খনন ও বাঁধ নির্মাণ এবং নদী ভাঙ্গন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ; তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তিস্তা বাঁচাও আন্দোলন জোরদার করা;
২) চরাঞ্চলের জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আইনীসেবাসহ নাগরিক সুবিধা প্রদানে কাজ করা; বিশেষ করে নারী শিক্ষা, নারী স্বাস্থ্য সুরক্ষা ও নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টির বিষয়ে পদক্ষেপ গ্রহণ এবং চরাঞ্চলের বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ জোরদার করা ও কমিউনিটি ক্লিনিকগুলোতে মানসম্মত চিকিৎসার ব্যবস্থাকরণ এবং দুর্গম চরাঞ্চলে নৌ-স্কুল, নৌ-ক্লিনিক ও নৌ-এম্বুলেন্স চালু;
৩) মঙ্গা নিরসনে চর কৃষি বিপব ঘটানো; চরাঞ্চল কৃষি প্রণোদনা প্রদান, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ ও কৃষি ঋণ প্রদান এবং চরাঞ্চলে ক্ষুদ্র কুটির শিল্প কারখানা স্থাপন ও আত্মকর্মসংস্থান সৃষ্টি;
৪) চরকৃষি বাজার সৃষ্টির মাধ্যমে সরাসরি বিভাগীয় শহর ও রাজধানীতে পণ্য সরবরাহ করা;
৫) চরাঞ্চলে কৃষি ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন;
৬) বন্যা কবলিত চরাঞ্চলে বন্যা পূর্ববর্তী ও পরবর্তী কার্যকর পদক্ষেপ গ্রহণ; কৃষি বীজ ও চারা সংরক্ষণ, পর্যাপ্ত বন্যা আশ্রয় কেন্দ্র এবং বন্যা ও দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি;
৭) চর বিষয়ক মন্ত্রণালয় বা অধিদপ্তর স্থাপনে জনমত গঠন এবং জাতীয় পর্যায়ে আন্দোলন জোরদার করা;
৮) পর্যাপ্ত নদী বন্দর ও দুর্গম চরাঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিচার নিশ্চিতকরণে নৌ-থানা ও চৌকি আদালত স্থাপনে কার্যকর পদক্ষেপ প্রহণ;
৯) চরাঞ্চলের জনশক্তিকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল হিসেবে গড়ে তোলা এবং দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থাকরণ;
১০) প্রত্যেক পরিবারের একজন সুশিক্ষিত মানুষ পাল্টে দিতে পারে পুরো সমাজকে" এই শ্লোগানকে সামনে রেখে চরাঞ্চলের শিক্ষার্থীদের দেশে বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি; প্রয়োজনে বিনাসুদে শিক্ষাঋণের ব্যবস্থাকরণ;
১১) সীমান্তবর্তী চরাঞ্চল এলাকায় চোরাকারবারি ও মাদক সেবন ও পাচার রোধে কাজ করা এবং যুব সমাজকে মাদকের কবল থেকে মুক্ত করা, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধিকরণ;
১২) অনাবাদী চরে বনাঞ্চল সৃষ্টি এবং নদীর দুই পাড়ে বনায়ন প্রকল্প বাস্তবায়ন;
১৩) জাতীয় বাজেটে চরাঞ্চলের জনগোষ্ঠীর জন্য বিশেষ বাজেট বরাদ্দকরণ বিষয়ে পদক্ষেপ গ্রহণ এবং চরাঞ্চলবেষ্টিত এলাকায় সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ;
১৪) চরাঞ্চলে শতভাগ পল্লী বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকরণ; নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে পদক্ষেপ গ্রহণ এবং দুর্গম চরাঞ্চলে সৌর বিদ্যুতের ব্যবস্থাকরণ;
১৫) চরাঞ্চলে বা ভূমিহীনদের জন্য আবাসন বা গুচ্ছগ্রাম চালু;

মন্তব্য করুন


Link copied