আর্কাইভ  সোমবার ● ৩১ মার্চ ২০২৫ ● ১৭ চৈত্র ১৪৩১
আর্কাইভ   সোমবার ● ৩১ মার্চ ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, বিকাল ০৭:২৩

Advertisement

পিআইডি: মঙ্গলবার (২৫শে মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে মহানগরীর সেন্ট্রাল রোড এবং সুপার মার্কেট সংলগ্ন এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় বিদেশি কাপড়ের স্বপক্ষে প্রমাণ দেখাতে না পারা, ক্রয় রশিদ না থাকা, নিজস্ব কারখানা না থেকেও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে কাপড় বিক্রয় করা, অতিরিক্ত মূল্যে কাপড় বিক্রয় করা প্রভৃতি অপরাধে ভাই ভাই ট্রেডিংকে ছয় হাজার টাকা, সাফা ক্লথ স্টোরকে ১০ হাজার টাকা, জনতা গার্মেন্টসকে ১০ হাজার টাকা, জমজম ট্রেডিংকে সাত হাজার টাকা, নিশাত বেনারসিকে ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: লোকমান হোসেন প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো: জাহাঙ্গীর আলম জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন


Link copied