আর্কাইভ  বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫ ● ২০ চৈত্র ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।
বাংলাদেশ-ভারত ম্যাচ গোলশূন্য ড্র

বাংলাদেশের খেলা যেন মাংস ছাড়া বিরিয়ানি, গোল ছাড়া আর বাকি সবই ছিল

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, রাত ১০:১৬

Advertisement

নিউজ ডেস্ক: প্রথমার্ধে একের পর এক সুযোগ পেয়েও গোল পায়নি বাংলাদেশ। ভারীয় গোলকিপার ভিশাল কাইথের নার্ভাসনেসের কারণে বারবার দারুণ সব জায়গায় বল পাচ্ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে পালটা উপহার দিতে চাইলেন বাংলাদেশের মিতুল মারমা। ভাগ্য ভালো দ্বিতীয়ার্ধের ৫৫ সেকেন্ডে ভারতও এগিয়ে যেতে পারেনি। শিলংয়ে দুই দলই সুযোগ হাতছাড়া করার খেলায় মাতায় এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। 

এরপর খেলা এমনভাবে এগিয়েছে যে সে সুযোগকে খেলার ধারার বিপরীতে বলার উপায় নেই। প্রথমার্ধে বাংলাদেশের প্রেসের কাছে নাস্তানাবুদ হয়ে পড়েছিল ভারত। দ্বিতীয়ার্ধে স্বাগতিক দল প্রাধান্য দেখিয়েছে। গোছানো ফুটবলে বারবার আক্রমণে উঠেছে, বাঁ প্রান্ত দিয়ে লিস্টন কোলাচো ছিলেন দুর্দান্ত। তবে বক্সের ভেতর ভয় জাগাতে পারছিল না।

উল্টো ৬১ মিনিটে আবার কাইথের ভুলে বল পেয়ে যান জনি। ইমনের প্রেসে বল হাতছাড়া করেন ভারত কিপার। কিন্তু ফাঁকায় বল পেয়েও সময় নষ্ট করে প্রথমার্ধের মতো আবারও সুযোগ হাতছাড়া এই মিডফিল্ডারের। তারপরই তাঁকে মাঠ থেকে তুলে নেন কাবরেরা, ইমনও উঠে যান।

এরপরে ম্যাচে বাংলাদেশের আর পক্ষে বলার মতো কিছু হয়নি। দূরপাল্লার এক শটে প্রথমে ভয় জাগিয়েছিলেন শুভাশিষ বোস। ৭৩ মিনিটে মোরসালিন সেঁটে থাকার পরও হেড করেছিলেন বোস। কিন্তু বাংলাদেশকে স্বস্তি দিয়ে বল চলে যায় পোস্টের বাইরে।

একের পর এক ক্রস আর কর্নার থেকে হেড করে গোলের চেষ্টায় ভারত ৮৪ মিনিটে সাফল্য প্রায় পেয়েই গিয়েছিল ভারত। বলটাও পড়েছিল জায়গামতো। কিন্তু পুরোপুরি ফাঁকায় থেকেও অবিশ্বাস্যভাবে নিরীহ এক হেড নেন ছেত্রী। বল চলে যায় মিতুলের কাছে। ৮৯ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো এক শটে ভারত গোলকিপারের রিফ্লেক্সের পরীক্ষা নিলেও গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। যোগ করা সময়ে রাকিব দারুণ নিয়ন্ত্রণে বক্সের মধ্যে আসা বল পায়ে নিতে পারলেও শটটা বারের উপর দিয়ে চলে যায়।  

এর আগে প্রথমার্ধে ভারতীয় গোলকিপার ও রক্ষণের ভুলে অন্তত ছয়টি ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এর মধ্যে তিনটি থেকে গোল পাওয়া উচিত ছিল বাংলাদেশের। কিন্তু সুযোগ কাজে লাগানোর মতো ফরোয়ার্ড যে নেই দলে। হামজার উপস্থিতিও তাই বাংলাদেশকে ভারতের বিপক্ষে ২২ বছরের আক্ষেপ মুছতে দিল না।   

মন্তব্য করুন


Link copied