আর্কাইভ  বুধবার ● ২ এপ্রিল ২০২৫ ● ১৯ চৈত্র ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ২ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

ভোরে ধ্রুপদী লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, রাত ১০:২৭

Advertisement

নিউজ ডেস্ক:  ভোরে ব্রাজিল-আর্জেন্টিনা ধ্রুপদী লড়াই। তবে দুই দেশের সবচেয়ে বড় দুই তারকা লিওনেল মেসি ও নেইমার নেই চিরপ্রতিদ্বন্দীতার ম্যাচে। ইনজুরিতে দুজনেই আগে থেকে ছিটকে গেছেন। বুধবার (২৫ মার্চ) ভোর ৬টায় শুরু হবে ম্যাচ। তার আগে রাতে বলিভিয়া আতিথ্য দিবে উরুগুয়েকে। কলম্বিয়া লড়বে প্যারাগুয়ের বিপক্ষে। আর চিলির প্রতিপক্ষ ইকুয়েডর। 

দুই বন্ধুর দেখা হতে পারতো। হোক তা শত্রু বেশে। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। সুপার ক্লাসিকোতে নেই মেসি-নেইমার। আর্জেন্টিনা আর ব্রাজিলের পোস্টার বয়। ২০০৫ থেকে এ দুই দলের লড়াইয়ে মেসি কিংবা নেইমারের অন্তত একজন খেলেছেন। ২০ বছর পর এই প্রথম দুজনের কেউই নেই ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে।

তাতে কি সুপার ক্লাসিকো রং হারাবে? ব্রাজিল ডিফেন্ডার মার্কুইনোসের মতে, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ মানে ফাইনাল। এই দ্বৈরথকে ঘিরে অন্তত দু’দেশের ফুটবলাররা বেশ রোমাঞ্চিত।

নেইমারের ইনজুরির চাইতেও বড় দুশ্চিন্তা সেলেসাও শিবিরে। কলম্বিয়া ম্যাচের ৪ ফুটবলারকে পাচ্ছে না আর্জেন্টিনার বিপক্ষে। মাথায় আঘাত পাওয়ায় ছিটকে গেছেন গোলরক্ষক অ্যালিসন বেকার। খেলতে পারবেন না গার্সন। এছাড়া কার্ড সমস্যায় বাদ পরেছেন গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারায়েস। ভিনি, রদ্রিগো, রাফিনহাকে নিয়ে আক্রমণভাগ ব্রাজিলের বড় শক্তি।

   

ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র বলেন, আমরা বিশ্ব ও দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নের বিপক্ষে খেলতে নামছি। যারা এই মুহূর্তে সবচেয়ে সফল দল। তবে আমরা জিততে নামবো, নিজেদের সেরা খেলা খেলবো আর ওদের মাঠে গিয়ে হারাবো।

আর্জেন্টিনা শিবিরও স্বস্তিতে নেই। লাউতারো মার্টিনেজ ও পাওলো দিবালা আগেই ছিটকে গেছেন। নিষেধোজ্ঞার কারণে ব্রাজিলের বিপক্ষে নামতে পারবেন না নিকো গঞ্জালেস। রদ্রিগো ডি পলও পুরোপুরি ফিট নন। তবে এ ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য বড় সুযোগ। অন্তত এক পয়েন্ট পেলেই ২০২৬ বিশ্বকাপের টিকেট পাবে বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, যে কোন দলের ওপর আধিপত্য বিস্তার করার সামর্থ্য ব্রাজিলের আছে। আশা করি আমাদের বিপক্ষে সেটা বেশি হবে না। ম্যাচের পরিস্থিতি সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। তবে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

দু’দলের সাম্প্রতিক লড়াইয়ে অবশ্য এগিয়ে আর্জেন্টিনা। ৫ দেখায় জয় তিনটি, হেরেছে এক ম্যাচ। তবে চিরপ্রতিদ্বন্দ্বীতার ম্যাচে পরিসংখ্যান মূল্যহীন।

মন্তব্য করুন


Link copied