আর্কাইভ  বুধবার ● ২ এপ্রিল ২০২৫ ● ১৯ চৈত্র ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ২ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

নীলফামারীতে নিহত যুবদল নেতার পরিবারকে ঈদ উপহার দিলেন তারেক রহমান

বুধবার, ২৬ মার্চ ২০২৫, বিকাল ০৭:৪৩

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বিগত আওয়ামী সরকারের আমলে নীলফামারীতে র‌্যাবের ক্রসফায়ারে নিহত যুবদল নেতা গোলাম রব্বানীর পরিবারকে ঈদ উপহার প্রদান করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান। বুধবার (২৬ মার্চ) দুপুরে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের পুলেরপাড় গ্রামে নিহত গোলাম রব্বানীর পরিবারের স্ত্রী, মা ও সন্তানদের সদস্যদের হাতে ঈদ উপহার হিসেবে অর্থ সহায়তা, ঈদের উপহার ও ঈদকার্ড প্রদান করেন জেলা যুবদলের নেতাকর্মীরা।
এসময় তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জেলা যুবদলের সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী। 
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা প্রধান হক বাচ্চু, মোজাম্মেল হক, মীর সেলিম ফারুক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, সদস্য ইউনুস আলী প্রমুখ।
জেলা যুবদলের নেতারা নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর বড় মেয়ে রওনক জাহান রিক্তা ও গোলাম রব্বানী স্ত্রী শাহনাজ বেগমের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো সহায়তার অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন তারা। উপহার সামগ্রী পেয়ে গোলাম রব্বানীর বড় মেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে তারেক রহমানের জন্য দোয়া কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় অন্যান্যদের মধ্যে জেলা যুবদলের সাংগঠনিক স¤পাদক মো. জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলার সদস্য সচিব রাশেদ রেজ উদ দৌলা, যুগ্ম আহবায়ক লুৎফর সর্দার, পৌর যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক সামিনুর, যুবনেতা আনোয়ার হোসেন ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বর তৎকালীন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এরপর গোলাম রাব্বানীকে তুলে নিয়ে র‌্যাব। এরপর তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয় জেলা সদরের পলাশবাড়ী নামকস্থান হতে। এর আগে নিহত গোলাম রব্বানীর পরিবারকে সেমিপাকা বাড়ি তৈরী করে দেন তারেক রহমান।

মন্তব্য করুন


Link copied