মমিনুল ইসলাম রিপন: জুলাই-আগষ্ট ২৪ এর আন্দোলনসহ বিগত সময়ে আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ ও গণহত্যা চালিয়েছে এর জন্য দলটির এ দেশে রাজনীতি করার কোন সুযোগ নেই। তাদের মার্কাসহ রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টি হচ্ছে ফ্যাসিবাদী শক্তি। তারা কখনও ইনক্লুসিভ নির্বাচনের উপাদান হতে পারে না বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ঢাকা থেকে রংপুরের মাহিগঞ্জে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি।
এনসিপির সদস্য সচিব আখতার বলেন, আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার ও বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গণপরিষদ নির্বাচনের বাস্তবতা আছে। ফ্যাসিবাদী, একনায়কতান্ত্রিক, অগণতান্ত্রিক সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের শাসনকাঠামো পরিচালিত হোক, এটা আর দেশের মানুষ চান না। সরকারের সদিচ্ছা থাকলে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচার দৃশ্যমান করা সম্ভব।
সম্প্রতি এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের শতাধিক গাড়িবহর নিয়ে নিজ এলাকা পঞ্চগড় ভ্রমণ ও এ বিষয়ে দলটির দুই নেতার পাল্টাপাল্টি ফেসবুক পোস্টের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি নিজস্ব ব্যবস্থাপনা ও জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকেন, সেটি আমরা দলগতভাবে অবশ্যই যাচাই-বাছাই করব। আমাদের দলের বিভিন্ন সদস্যবৃন্দের মধ্যকার কথাবার্তা নিয়ে অনেকের মধ্যে মনে হতে পারে দলের মধ্যে সমন্বয়হীনতার জায়গা তৈরি হয়েছে। আসলে বিষয়টা এমন নয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একক কোনো ব্যক্তির নিয়ন্ত্রণাধীন দল নয়। গণ-অভ্যুত্থানের প্রথম সারির নেতৃত্বের সবাই এই দলের হাল ধরেছেন। যেখানে কোনো সমন্বয়হীনতা নেই বলে দাবি করেন তিনি।
এদিকে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার রংপুরে আসেন আখতার হোসেন। দুপুরে নগরের সাতমাথা থেকে জনসংযোগ শুরু করেন তিনি। পরে তার সংসদীয় এলাকা কাউনিয়া এবং পীরগাছার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের দুই শতাধিক ভ্যানের শোভাযাত্রায় অংশ নেন। এসময় তার নেতাকর্মীদের হাতে বাংলাদেশ এবং এনসিপির পতাকা দেখা যায়। শোভাযাত্রাটি দেউতি-কদমতলী-পীরগাছা সদর, কালিগঞ্জ পাওটানা হয়ে কাউনিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টেপামধুপুর এলাকায় গিয়ে ইফতার মাহফিলে অংশ নেয়ার কথা রয়েছে।
সেখানে নেতাকর্মী এবং এলাকাবাসীকে নিয়ে ইফতার করবেন তিনি।