আর্কাইভ  সোমবার ● ৩১ মার্চ ২০২৫ ● ১৭ চৈত্র ১৪৩১
আর্কাইভ   সোমবার ● ৩১ মার্চ ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

ঈদের আগে নিজের গ্লো বাড়াতে যে ফেসপ্যাক ব্যবহার করতে পারেন

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, রাত ১০:৪৯

Advertisement

নিউজ ডেস্ক:  আর মাত্র চার দিন পর ঈদ। এবার ঈদ যেহেতু গরমের মধ্যে পড়েছে সেহেতু নিজের সাথে নিকের ত্বককেও হাইড্রেটেড রাখা জরুরি।

ঈদের দিন সাজ থেকে বেশি প্রয়োজন ত্বকের উজ্জ্বলতা এবং আদ্রতা বজায় রাখা। সেটার জন্য ব্যবহার করতে পারেন এই ফেসপ্যাক গুলো:

১. হলুদ

প্রাচীনকাল থেকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য হলুদ বেশ পরিচিত একটি নাম। হলুদ রোদে পোড়া দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে।

যা যা লাগবে: ১ চা চামচ হলুদের গুঁড়ো, ২ চা চামচ লেবুর রস

যেভাবে তৈরি করবেন

  • হলুদের গুঁড়ো এবং লেবুর রস একসাথে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন।
  • এই প্যাকটি ত্বকে ব্যবহার করে ১৫ মিনিট অপেক্ষা করুন।
  • শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কার্যকারিতা

এই প্যাকটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন। এই প্যাকটি সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়। হলুদ ত্বকের কালো দাগ দূর করার সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি করবে। তবে সেনসিটিভ ত্বকের অধিকারীরা সামান্য পানি মিশিয়ে নিতে পারেন। মুখে ব্যবহার করার আগে কানের পিছনে অল্প একটু প্যাক ব্যবহার করে প্যাচ টেস্ট করে নিন।

২. লেবুর রস

লেবু কমবেশি সবারই বাসায় থাকে। এই লেবুর রস ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করবে।

যা লাগবে: লেবুর রস।

যেভাবে তৈরি করবেন

  • অর্ধেকটা লেবুর রস বের করে নিন।
  • লেবুর রসটি সম্পূর্ণ ত্বকে ব্যবহার করুন।
  • এটি ত্বকে ১০ মিনিট লাগিয়ে রাখুন।
  • ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কার্যকারিতা

এটি একদিন পর পর ত্বকে ব্যবহার করতে পারবেন। লেবুর রস প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

৩. দুধ

ত্বকের মলিনতা দূর করতে দুধ বেশ কার্যকর।

যা যা লাগবে: ১ টেবিল চামচ দুধ, ১ চা চামচ মধু।

যেভাবে তৈরি করবেন

  • দুধ এবং মধু একসাথে ভালো করে মিশিয়ে নিন।
  • এই মিশ্রণটি ত্বকে ভালো করে চক্রাকারে ম্যাসাজ করে লাগান।
  • ১৫ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি আপনি ত্বকে প্রতিদিন ব্যবহার করতে পারেন।

কার্যকারিতা

দুধের প্রাকৃতিক এনজাইম আপনার ত্বকের রঙকে হালকা করতে সাহায্য করে। এছাড়া ত্বক নরিশ এবং স্বাস্থ্যকর করে তুলবে এই প্যাকটি। তৈলাক্ত ত্বকের অধিকারীরা লো-ফ্যাট মিল্ক ব্যবহার করতে পারে। শুষ্ক ত্বকের অধিকারীরা ফুল ক্রিম দুধ ব্যবহার করতে পারেন।

৪. টমেটো

টমেটো ছাড়া সালাদ ভাবাই যায় না। সালাদ ছাড়াও টমেটো আপনার স্কিনকে সুন্দর করতে সাহায্য করে।

যা যা লাগবে: আধা টমেটো, ২ চা চামচ লেবুর রস।

যেভাবে তৈরি করবেন:

একটি ব্লেন্ডারে টমেটো এবং লেবুর রস একসাথে দিয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন।

  • এই পেস্টটি সারা মুখে ব্যবহার করুন।
  • ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কার্যকারিতা

এই প্যাকটি আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন। টমেটোতে লাইকোপিন রয়েছে, যা ত্বকের পিগমেনশন কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। এটি ত্বকের ডেড সেল, রোদে পোড়া দাগ দূর করতেও সাহায্য করে থাকে।

মন্তব্য করুন


Link copied