নিউজ ডেস্ক: এবার বাংলাদেশে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে একই দিনে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা তৈরি হয়েছে। বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজার্ভেশন টিম (বিডাব্লিউওটি) এর সর্বশেষ জ্যোতির্বিজ্ঞান বিশ্লেষণে এ তথ্য জানানো হয়েছে।
বিডাব্লিউওটির গবেষণা অনুযায়ী, আগামী রোববার (৩০ মার্চ ) ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। এ সময় চাঁদ দিগন্তের উপরে অবস্থান করবে এবং সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে (সূর্যাস্তের ১ ঘণ্টা ৪ মিনিট পর) পশ্চিমাকাশে অস্ত যাবে। ঢাকায় এদিন চাঁদের বয়স হবে প্রায় ২৬ ঘণ্টা যা খালি চোখে দেখা সম্ভব।
সংস্থাটির আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, ৩০ মার্চ সারাদেশে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি থাকায় চাঁদ দেখতে কোনো সমস্যা হবে না বলে আশা করা যাচ্ছে। তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের প্রায় সব দেশেই ৩০ মার্চ সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যাবে।
এ বিষয়ে বিডাব্লিউওটির প্রধান ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, "এটি একটি অসাধারণ ঘটনা। সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলো মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালন করে। কিন্তু এবার চাঁদের অবস্থান এমন যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এ অঞ্চলের দেশগুলো সৌদি আরবের সাথে একই দিনে ঈদ উদযাপন করতে পারে।"
তিনি আরও যোগ করেন, "ফিজি ও সামোয়ার মতো পূর্ব প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে ২৯ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা গেলেও বিশ্বের অধিকাংশ দেশেই ৩০ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা যাবে। ফলে প্রায় সারাবিশ্বে একই তারিখে ঈদুল ফিতর পালনের সম্ভাবনা প্রায় নিশ্চিত।"
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, তারা বিডাব্লিউওটিসহ বিভিন্ন সংস্থার তথ্য পর্যালোচনা করছে। চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পরই আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এবার বাংলাদেশ ও সৌদি আরবে একই দিনে ঈদ হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশের বেশি।