নিউজ ডেস্ক: আদালতের রায়ের মাধ্যমেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘জনতার মেয়র’ জনগণের কাতারে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচনের সময় নিয়ে নানা ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে, যা বর্তমান সরকারের পরিকল্পিত কৌশল হতে পারে।
শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলটি ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচিতে রিকশা, ভ্যান ও অটোচালকদের মধ্যে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের মাঝে উপহার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন। এর মাধ্যমে সরকার কর্তৃক প্রকাশিত গেজেটও বাতিল করা হয়েছে। ইশরাক হোসেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার কথা জানান।
তিনি বলেন, “আমি নির্বাচনের পর ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলাম। অথচ ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তির কথা থাকলেও ফ্যাসিবাদী সরকারের কারণে বিলম্বিত হয়। দীর্ঘ ৫ বছর লড়াইয়ের পর আমি ন্যায়বিচার পেয়েছি।”
রিজভী বলেন, “নির্বাচন নিয়ে একেক সময় একেক তথ্য দেওয়া হচ্ছে—ডিসেম্বর, জুন, মার্চ। এতে সরকারের অস্থির নীতির প্রতিফলন দেখা যায়। জনগণ স্পষ্ট নির্দিষ্ট তারিখ জানতে চায়।” তিনি আরও অভিযোগ করেন, “গত নির্বাচনে ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি, ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল এবং আমি নিজেও সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলাম।”
রিজভী অভিযোগ করেন, ১২২টি গার্মেন্টসের শ্রমিকরা এখনো বেতন পাননি এবং অনেকেই ঈদের বোনাস পাননি। তিনি বলেন, “সরকার শ্রমিকদের স্বার্থ দেখার পরিবর্তে মালিকদের পক্ষ নিচ্ছে, যা অগ্রহণযোগ্য।”
রিজভী বলেন, “শুধু নির্বাচনের জন্য আন্দোলন করা হয়নি, বরং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ লড়াই। শেখ হাসিনা অবাধ নির্বাচন করেননি বলেই জনগণ রাস্তায় নেমেছে।” বিএনপি ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠায় কাজ করবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ এবং জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দলের প্রধান আরিফুর রহমান তুষার বক্তব্য দেন।