আর্কাইভ  মঙ্গলবার ● ১ এপ্রিল ২০২৫ ● ১৮ চৈত্র ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

দিনাজপুরে দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাতের প্রস্তুতি 

শনিবার, ২৯ মার্চ ২০২৫, রাত ০৮:৫১

Advertisement

শাহ্ আলম শাহী, দিনাজপুর: এবারো দিনাজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত। উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে পবিত্র ঈদের জামাতের সকল প্রস্তুতি শেষ হয়েছে। এবারো লাখো মুসল্লির পদভারে মুখরিত হবে এ ময়দান। ঈদের দিন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে এ ঈদের জামাত।
 
চাঁদ দেখা সাপেক্ষে এ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন,জেলা প্রশাসন।
 
দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ বড় ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে জেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভা করেছে। ঈদগাহ মাঠ নামাজের উপযোগী এবং দৃষ্টিনন্দন করতে রংসহ বিভিন্ন কাজের সকল প্রস্তুতি শেষ  হয়েছে। 
 
পুরো ইদগাহ জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। ঈদের দিন সকাল থেকে মুসুল্লিরা মাঠের প্রবেশ পথ দিয়ে আসবেন। প্রত্যেক প্রবেশ পথের গেটে মেটাল ডিটেক্টর স্ক্যান করে শুধুমাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করবেন মুসুল্লিরা। থাকবে পর্যবেক্ষণ টাওয়ার। অসংখ্য মাইক বসানো হচ্ছে। ওজু করতে যেন অসুবিধা না হয় এজন্য একাধিক ওযুখানা এবং পানির ব্যবস্থা রাখা হবে। 
 
জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন ঈদের জামাত অনুষ্ঠানের সকল আয়োজন সম্পন্ন করেছেন। ৩৫০ পুলিশ সদস্য, পোষাকে, সাদা পোষাকে ডিবি, ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশ থাকবে। যাতে মানুষ শান্তিপূর্ণভাবে এখানে আসতে পারে এবং নামাজ আদায় করে শান্তিপূর্ণভাবে বাড়ী ফিরে যেতে পারে সে ব্যবস্থাপনা রেখেছে জেলা পুলিশ।
 
ঈদের জামাতের জন্য প্রস্তুত দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান দিনাজপুরের গোর-এ-শহীদ। কর্তৃপক্ষের আশা, এবার কয়েক লাখ মুসল্লি এ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। আশপাশের জেলার মুসল্লিরা যাতে গোর-এ-শহীদ ময়দানে সহজে আসতে পারেন, সেজন্য দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
 
শনিবার (২৯ মার্চ) সরেজমিনে গোর-এ-শহীদ ময়দানে গিয়ে দেখা গেছে, ধোয়া-মোছা, পানি ছিটানোসহ শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ পর্যায়ে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। সুপেয় পানি ও অজুখানার ব্যবস্থা করা হয়েছে।সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ৩০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ময়দানে প্রবেশের জন্য আছে ১৯টি গেট। প্রতিটি গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার  ব্যবস্থা রয়েছে।
 
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম জানান, 'গোর-এ- শহীদ ঈদগাহের প্রস্তুতিকাজ পরিদর্শন করা হয়েছে। ঈদগাহ মাঠ প্রস্তুত। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এটি দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ। আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এখানে আসেন ঈদের নামাজ আদায় করতে। মুসল্লিদের নিরাপত্তায় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। দুটি স্পেশাল ট্রেনের একটি ঠাকুরগাঁও থেকে ছেড়ে সেতাবগঞ্জ হয়ে গোর-এ-শহীদ ময়দানের উদ্দেশে আসবে। অপরটি পার্বতীপুর থেকে ছেড়ে চিরিরবন্দর হয়ে আসবে।'
এ বৃহত্তর ঈদের জামাত কাভারেজ করার জন্য শনিবার দুপুরের দিনাজপুর প্রেসক্লাবে মিডিয়াকর্মীরা মিটিং করেছেন।

মন্তব্য করুন


Link copied