নিউজ ডেস্ক: দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, আর সে অনুযায়ী সোমবার সারাদেশে পালিত হবে ঈদুল ফিতর। ধর্মপ্রাণ মুসল্লিরা সকালে ঈদের নামাজ আদায় করবেন, এরপর শুরু হবে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, আত্মীয়-পরিজনের বাড়িতে যাওয়া এবং বন্ধুদের সঙ্গে আড্ডার আনন্দঘন মুহূর্ত। তবে প্রতিবারের মতো এবারও ঈদের দিন আবহাওয়া নিয়ে আগ্রহী সবাই।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ঈদের দিন সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা হতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
বর্তমানে দেশের ৩৫টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে মৌলভীবাজার, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগে তাপপ্রবাহের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কিছু এলাকায় এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে, তবে ঈদের দিন গরমের অনুভূতি বজায় থাকবে।
ঈদের দিন বৃষ্টি না হলেও, মঙ্গলবার সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
যেহেতু ঈদের দিন আবহাওয়া শুষ্ক এবং তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, তাই গরম আবহাওয়ার কথা মাথায় রেখে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া ভালো। প্রচুর পানি পান করা, হালকা ও ঢিলেঢালা পোশাক পরা এবং দীর্ঘক্ষণ রোদে না থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সুতরাং, এবারের ঈদে বৃষ্টির ঝামেলা না থাকলেও গরমের হাত থেকে সুরক্ষিত থাকতে প্রস্তুতি নিয়ে রাখাই ভালো!