আর্কাইভ  মঙ্গলবার ● ১ এপ্রিল ২০২৫ ● ১৮ চৈত্র ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

কোথায় কখন নীলফামারীর ঈদের জামাত

রবিবার, ৩০ মার্চ ২০২৫, রাত ০৮:৩৩

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ পবিত্র ঈদ উল ফিতর এর দিন সকাল সাড়ে ৮টায় নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া একই সময় সদরের মোড়লের ডাঙ্গাস্থ নীলফামারী জেলা ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ ও সদর উপজেলার কুন্দপুকুর মাজার সড়কস্থ উপজেলা মডেল মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। 
তবে দূর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত জেলা কেন্দ্রীয় বড় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। 
এর আগে সকাল ৮টায় নীলফামারী জেলার প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এরপর নীলফামারী পুলিশ লাইন্স মাঠে ঈদের জামাত ৮টা ১৫ মিনিটে। এছাড়া সকাল ৮টা ৩০ মিনিটে গাছবাড়ি পঞ্চপুকুরপাড়া ঈদগাহ মাঠে, সকাল ৮টা ৪৫ মিনিটে সার্কিট হাউজ-ডাক বাংলো ঈদগাহ মাঠে ও বাড়াইপাড়া নতুন জামে মসজিদ ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে। অপরদিকে কলেজ স্টেশন ঈদগা মাঠ, কুখাপাড়া (ধনীপাড়া) ঈদগা মাঠ ও জোড় দরগাঁ ঈদগা মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।   
সুত্র মতে, জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় মডেল মসজিদ ও প্রধান ঈদগাঁ মাঠে জামাত অনুষ্ঠিত হবে সকাল সারে ৮টায়। 
জেলার সংশ্লিষ্ট দপ্তরের সুত্র মতে, জেলা ৬০টি ইউনিয়ন ও ৪ পৌরসভায় প্রায় ১৫০টি ঈদগাহ ময়দান রয়েছে। সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 
নীলফামারী জেলা ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মো. মোছাদ্দিকুল আলম জানান, জেলায় মোট ৫ হাজার ৫০০টি মসজিদ রয়েছে। ঈদের জামাত সাধারণত ঈদগাহ ময়দানে হয়। তবে এ জন্য আমাদের থেকে কোনও নির্দেশনা বা বাধ্যবাধকতা নেই। তবে ঈদগা ময়দানে জায়গা না হলে একাধিক জামাত অথবা স্ব-স্ব এলাকার সংশ্লিষ্ট মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

মন্তব্য করুন


Link copied