আর্কাইভ  মঙ্গলবার ● ১ এপ্রিল ২০২৫ ● ১৮ চৈত্র ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

আতশবাজি কেড়ে নিল শিশুর প্রাণ 

সোমবার, ৩১ মার্চ ২০২৫, রাত ০৩:০৫

Advertisement

নিউজ ডেস্ক:  পবিত্র ঈদুল ফিতরের আনন্দে আতশবাজি ফুটানোর সময় শ্বাসনালীতে আঘাত পেয়ে রাফি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

 

রোববার (৩০ মার্চ) রাতে পটুয়াখালী শহরের মুন্সেফপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাফি পটুয়াখালী পৌরসভার মুন্সেফপাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে এবং চরপাড়া ওয়ায়েজিয়া কামিল মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র। 

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপনের জন্য রাফি কয়েকজন বন্ধুর সঙ্গে আতশবাজি ফুটাচ্ছিল। এ সময় একটি আতশবাজি বিস্ফোরিত হয়ে তার শ্বাসনালীতে আঘাত করে। সঙ্গে সঙ্গে তাকে গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর না ঘটে।

মন্তব্য করুন


Link copied