নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টার ঘোষিত সময়কে ধরে আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরেই তফসিল ঘোষণা করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১ এপ্রিল) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সাংবাদিকদের এসব কথা বলেন।
ডিসেম্বর যদি নির্বাচন করতে হয় তাহলে কি আপনারা প্রস্তুত কি-না -জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন,আমরা আশা নিয়ে চেষ্টা করছি। বর্তমান প্রেক্ষাপটে আমাদের একার উরপ নির্বাচন নির্ভর করছে না, বিভিন্ন বিষয় জড়িত আছে। নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে কিন্তু তা পরিস্থিতি বুঝে নিতে হবে।
কোন সময় নির্বাচন দিতে পারবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমরা প্রধান উপদেষ্টার ঘোষিত টাইম লাইন ডিসেম্বর কিংবা ২৬ সালের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা সেভাবে প্রস্তুত নিয়ে রাখছি।
ডিসেম্বর নির্বাচন করার জন্য কোনো তারিখ চূড়ান্ত করা হয়েছে কি- জানতে চাইলে তিনি বলেন,আমরা কোনো কিছু চূড়ান্ত করিনি। আমরা চিন্তা করছি ডিসেম্বর যদি নির্বাচন করতে হয় তাহলে কোন সময় তফসিল ঘোষণা হবে, কত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে এভাবে আমরা চিন্তা করছি কিন্তু ওটা তো চূড়ান্ত কোনো কিছু না।
ডিসেম্বর নির্বাচনের কথা উল্লখে করে তিনি বলেন,ডিসেম্বর যদি নির্বাচন করতে হয় তাহলে দেড় থেকে - দুই মাস আগে তফসিল ঘোষণা করতে হবে। তাহলে তো আমাদের অক্টোবর তফসিল ঘোষণা করতে হবে যদি ডিসেম্বরে নির্বাচন করতে হয়।
জানা গেছে, নির্বাচনের আগে বড় প্রস্তুতির মধ্যে আছে ভোটার তালিকা হালনাগাদ যা শেষ হবে জুনে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ যেটির আইন সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য দেওয়া হয়েছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার লক্ষ্যে আবেদন আহ্বান করেছে নির্বাচন কমিশন যেখানে নতুন রাজনৈতিক দল আবেদন করতে পারবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। এছাড়া পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের জন্য বিদ্যমান নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার পুনঃমূল্যায়ন কাজ চলমান। এর বাইরে নির্বাচনি কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণ, ব্যালট পেপার তৈরির মতো কাজগুলো নির্বাচনের তফসিল ঘোষণার পর শুরু করা হয়।