নিজস্ব প্রতিবেদক : রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ জিম হোসেন (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের দুই ঘন্টা পরে মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় কাউনিয়া উপজেলার তিস্তা নদী সড়ক সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। জিম রংপুর নগরীর রেল কলোনী এলাকার জাবেদ আলীর ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিকেল ৪টার দিকে কয়েকজন বন্ধুসহ তিস্তা রেলসেতু এলাকায় ঘুরতে আসে জিম। তিস্তা সড়ক সেতুর নিচে পানিতে সাঁতার কাটার সময় সে নিখোঁজ হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় জিমের বন্ধুরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করে জিমের লাশ উদ্ধার করে।
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ বলেন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জিমকে উদ্ধারে অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযানের পর জিমের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।