আর্কাইভ  বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫ ● ২০ চৈত্র ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

‘মজার বিষয় ছিল, সব দৃশ্যই ছিল মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে’

বুধবার, ২ এপ্রিল ২০২৫, দুপুর ০৩:০১

Advertisement

নিউজ ডেস্ক:  রিকিতা নন্দিনী শিমু। এবারের ঈদে সিনেমার পর্দায় থাকছেন এই অভিনেত্রী। তাকে পাওয়া যাবে 'চক্কর ৩০২' চলচ্চিত্রে। এই চলচ্চিত্রে তিনি প্রধান চরিত্রে মোশাররফ করিমের বিপরীতে তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।

রিকিতা নন্দিনী শিমু বললেন, ‘এটা সত্য, সিনেমায় আমার উপস্থিতি কম ছিল। খুব একটা সময় দিতে হয়নি। প্রি-প্রিপারেশন ছিল, ফটোশুটের একটা সময় ছিল। তবে সবচেয়ে মজার বিষয় ছিল, সব দৃশ্যই ছিল মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে। তার সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। গল্পটাও অনেক সুন্দর। পরিধিটা কম হলেও গল্পটা বেশ। গল্পটা আপনারা নিশ্চয়ই পর্দায় দেখবেন। শুধু এটুকু বলি, আমার চরিত্রটার নাম শান্তা।’

রিকিতা। ছবি: ফেসবুক থেকে নেওয়াক্যারিয়ারে খুব কম সিনেমায় অভিনয় করলেও এরই মধ্যে তারেক মাসুদ, রুবাইয়াত হোসেন ও আদিত্য বিক্রম সেনগুপ্তের মতো অনেক নির্মাতার চলচ্চিত্রে অভিনয় করেছেন শিমু। তার অভিনীত ‘রানওয়ে’, ‘মাটির প্রজার দেশে’, ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিগুলো একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।

২০১৯ সালের ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে নাম লেখান এ অভিনেত্রী। এই ছবির আরেক নাম ‘শিমু’। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ছবিটিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ফ্রান্সের সেইন্ট জঁ দ্য-লুজ চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নেন রিকিতা। এই ছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীও (যৌথ) হয়েছেন।

মন্তব্য করুন


Link copied