বিশেষ প্রতিনিধি, নীলফামারী॥ তিস্তা নদী বিধৌত এলাকা নীলফামারীর ডিমলা উপজেলা। এবারের ঈদ উৎসবে বিভিন্ন এলাকা থেকে তিস্তাপাড়ে ঘুরতে এসেছেন অনেকে। পরিবার পরিজন নিয়ে শতশত যানবাহনে প্রান্তিক এই এলাকাটি হয়ে পড়ে যানজটে নাখাল। এই উপজেলায় কোন ট্রাফিক ব্যবস্থাও নেই। ফলে ডিমলার প্রধান সড়ক সহ তিস্তাপাড়ের রাস্তাগুলো পাড়াপড়ে ও চলাচলে যানজটের কবলে পড়ে। অনেকে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে। এমন দৃশ্য দেখতে পেয়ে আর বসে থাকতে পারেননি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান। তিনি নিজ উদ্যোগে বিভিন্ন মোড়ে টিম করে ট্রাফিকের ভুমিকা পালন করেছেন। অনেকে তার এমন মহতী কাজের ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়ায় তিনি প্রশংসা ভাসতে থাকেন। অনেকে মন্তব্য করেন এ ভাবে যদি সাধারণ মানুষের সুবিধার জন্য সকল নেতা-কর্মীরা কাজ করতেন তাহলে দেশটা অনেক পরিবর্তন এবং সুন্দর হতো।
এ বিষয়ে গোলাম রব্বানী প্রধান বলেন, ডিমলা উপজেলার প্রধান সড়ক,টি,এন্ড,টি মোড় এলাকায় প্রধান টেলিকম ও ডার্চ বাংলা এজেন্ট ব্যংকের সামনে ১ ঘন্টা ধরে যানজট সৃস্টি হয়। বাধ্য হয়ে আমি রাস্তায় নেমে পড়তে বাধ্য হই। এ সময় আমাকে সহায়তা করেন আমাদের বেশ কিছু কর্মী। তাদেরকে নিয়ে ট্রাফিক এর ভুমিকায় পালন করছি।
তবে স্থানীয় লোকজনের দীর্ঘদিনের দাবী দ্রুততম সময়ের মধ্যে ব্যস্ততম শহর ডিমলায় ট্রাফিকের ব্যবস্থা চালু করা জরুরী হয়ে পড়েছে।