আর্কাইভ  শনিবার ● ৫ এপ্রিল ২০২৫ ● ২২ চৈত্র ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ৫ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, সকাল ০৯:৩৯

Advertisement

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমেদ রঞ্জু ও গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মো. সাইদ হোসেন জসিমকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের একোয়েস্টেট পাড়ার মোস্তাক আহমেদ রঞ্জুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার।  

মোস্তাক আহমেদ রঞ্জু গাইবান্ধা পৌরসভার একোয়েস্টেট পাড়ার মিন্টু মিয়ার ছেলে এবং খান মো. সাইদ হোসেন জসিম শহরের মহুরি পাড়ার মতিন মিয়ার ছেলে। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, ‘ডেভিল হান্ট অপারেশনে মোস্তফা আহমেদ রঞ্জু ও জসিম নামের দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হবে।’

মন্তব্য করুন


Link copied