আর্কাইভ  শনিবার ● ৫ এপ্রিল ২০২৫ ● ২২ চৈত্র ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ৫ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ‘ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার’

শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, বিকাল ০৭:২৬

Advertisement

নিউজ ডেস্ক:  শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ট বিমসটেক সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ খলিলুর রহমানকে একথা জানান।


২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ এই তালিকা ছয় ধাপে মিয়ানমারকে দেয়। এদের মধ্যে আরও ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাই এখনও চলমান রয়েছে। যাদের ছবি ও নামের মাধ্যমে যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে এদের ভাগ্যও নির্ধারণ হবে।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি বলেছেন, ‘এটি রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এই প্রথমবারের মতো এত বড় সংখ্যক রোহিঙ্গার প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমার সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলো।’

মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী জানান, মূল তালিকায় থাকা বাকি প্রায় সাড়ে ৫ লাখ রোহিঙ্গার যাচাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করার উদ্যোগ নেয়া হবে।

বৈঠকে  ড. খলিলুর রহমান ভূমিকম্পে মিয়ানমারের জানমালের ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেন।

মন্তব্য করুন


Link copied