মমিনুল ইসলাম রিপন: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় রংপুর মহানগর যুবলীগের কর্মী নয়ন কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ এপ্রিল) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। এর আগে শনিবার রাত ৯ টার সময় রংপুর নগরীর ২৬ নং ওয়ার্ডের আলম নগর পাটবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নয়ন পাটবাড়ি এলাকার নুর ইসলামের ছেলে। গ্রেফতার পরবর্তি ওই এলাকা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
যুবলীগ কর্মী নয়ন ৫ আগস্ট পরবর্তি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, তাকে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে।