আর্কাইভ  বুধবার ● ৯ এপ্রিল ২০২৫ ● ২৬ চৈত্র ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
শুভেচ্ছাবার্তা:
উত্তর বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

ফেন্সিডিল ও বিদেশী মদ সহ নীলফামারীতে দম্পক্তি গ্রেপ্তার

রবিবার, ৬ এপ্রিল ২০২৫, রাত ১২:০০

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলা শহরের বড়বাজার এলাকার নিউবাবুপাড়া মহল্লায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীকে দম্পক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ এর সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। শনিবার (৫ এপ্রিল) রাতে গোপন সংবাদে ওই অভিযানে ১৭২ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। 
গ্রেপ্তারকৃত দম্পক্তি হলো উক্ত মহল্লার ইউনুছ আলীর ছেলে সিরাজুল ইসলাম রিপন(৪০) ও তার স্ত্রী আখি বেগম(৩৫)।
রবিবার (৬ এপ্রিল) র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বআড়ির পশ্চিমপার্শ্বে তল্লাশী করে ১৭২  বোতল
ফেন্সিডিল এবং তাদের বাড়ির বাথরুমের সিলিংয়ের উপর সুকৌশলে লুকানো অবস্থায় রয়েল স্ট্রং নামক ৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নীলফামারী সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, রবিবার দুপুরে মাদক ব্যবসায়ী দ¤পক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। 

মন্তব্য করুন


Link copied