লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরমতি গ্রামে ঐতিহাসিক সিন্দুরমতি পুকুরপাড়ে সিন্দুরমতি মেলা অনুষ্ঠিত হয় রবিবার (০৬ এপ্রিল) দিনব্যাপি। সিন্দুরমতি পুকুরের চারধারে প্রতি বছর অনুষ্ঠিত মেলায় বৃহত্তর রংপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এবং ভারত থেকেও হাজার হাজার ভক্ত অংশ নেন। হিন্দু ধর্মাবলম্বীরা মন্দিরে প্রার্থনা করেন এবং পুকুরের জলে স্নান করে। পুকুরের জলে স্নান করলে শান্তি আসে এবং পাপ মোচন হয় বলে ভক্তদের বিশ্বাস।
প্রায় ৩০০ বছর আগে এ মেলা শুরু হয়। স্থানীয় একজন ধর্মীয় নেতা মেলার প্রবর্তন করেন এবং তখন থেকে এটি বাংলার শেষ মাস চৈত্র অথবা প্রতি বাংলা বছরের প্রথম মাস বৈশাখের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর ভক্তদের উপস্থিতি অন্যন্য বছরের চেয়ে বেশি। ভক্তদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে মেলাটি উৎসবমুখর হয়ে উঠে।
হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি এ অঞ্চলের মুসিলম সম্প্রদায়ের মানুষজনও সিন্দুরমতি মেলা উৎসব উপভোগ করতে আসেন। তারা তাদের প্রতিবেশীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মেলা থেকে বিভিন্ন জিনিস ক্রয় করেন।
মেলাটি শান্তিপূর্ণভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। মেলায় অংশ নেওয়া ভক্তদের সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবকরা কাজ করেছেন। সিন্দুরমতি মেলা এ অঞ্চলের ঐতিহাসিক ও যৌক্তিক মেলা এবং এটি এ অঞ্চলের সবচেয়ে বড় মেলা।