এরপর সারজিস আর গাড়ির বহর নিয়ে এলাকায় ‘শোডাউন’ করেননি। ঈদের ছুটিতে এলাকায় জনসংযোগ শেষে সারজিস শনিবার ঢাকায় ফিরেছেন।
গাড়িবহর নিয়ে আলোচনা–সমালোচনাকে কীভাবে দেখছেন—এমন প্রশ্নের জবাবে সারজিস আলম বলেছেন, ‘আমি প্রত্যাশা করিনি এতগুলো গাড়ি হয়ে যাবে। এমন অনেকে গাড়ি নিয়ে এসেছেন, আমার স্কুল-কলেজ ও ছোটবেলার বন্ধুদের অনেকে তাঁদের সার্কেলের পাঁচ-সাতজনসহ গাড়ি নিয়ে এসেছিলেন। এ জন্য গাড়ির সংখ্যাটা শতাধিক হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা মানুষকে নির্বাচনের একটা আমেজ দিয়েছে। এই আমেজটা তারা বিগত এক যুগ ধরে পাচ্ছে না।’