লালমনিরহাট:বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। শেখ হাসিনা খুনি, স্বৈরাচার, জালিম ও বিকৃত মস্তিষ্কের লোক ছিল। পতিত স্বৈরাচারের কোনো ষড়যন্ত্র এ দেশের মানুষ মেনে নেবে না। আওয়ামী লীগ করলেই তাকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। আওয়ামী লীগ হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে তাদেরই তারা রাজাকার আখ্যা দিয়েছে। বড় রাজাকার হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে মানুষের গণতন্ত্রের অধিকার কুক্ষিগত করেছিল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে কোনো অবদান রাখেনি। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে কী ইতিহাস আছে? শেখ হাসিনা ছিল পৃথিবীর মধ্যে বড় অমানবিক প্রধানমন্ত্রী। দেশের সন্তানতুল্য ছাত্রদের বুকে গুলি চালিয়েছে।
বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে এ সম্মেলনে বক্তব্য দেন- লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।
পরে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।