নিউজ ডেস্ক: কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় বাঙালির ঐতিহ্য বাংলা নববর্ষ-১৪৩২ আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপন করা হয়েছে। সোমবার এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের সরোবরের পাড়ের আই লাভ কুড়িগ্রাম চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসকের নেতৃত্বে বের হয়ে জেলা শহরের কলেজ মোড় হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে মিলিত হয়। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান ভাওয়াইয়া গানসহ নানা দেশাত্ববোধক সংগীত পরিবেশিত হয়।
এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত ই খুদা, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা তথ্য অফিসার মো: শাহজাহান আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, জাতীয় নাগারিক পার্টি এনসিপির জেলা সংগঠক মুকুল হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর প্রমুখ।
এদিকে,আনন্দ শোভাযাত্রায় ঐতিহ্যবাহী বাঙালি বৈশাখী পোশাকের সাজে সেজে প্রশাসনের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনীতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ অংশ নেন। শেষে দিনব্যাপী জেলা শহরের কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে জেলা প্রশাসন আয়োজিত লোকজ মেলা ও জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের আয়োজনে পুকুর পাড়ে বৈশাখী উৎসব হিজিবিজি মেলা অনুষ্ঠিত হয়।