আর্কাইভ  বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫ ● ৩ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫

নানা আয়োজনে রংপুরে বাংলা নববর্ষ উদযাপন

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, রাত ০১:১৭

Advertisement

নিউজ ডেস্ক: রংপুরে নানা আয়োজনে ও সাজ-সজ্জায় বরণ করা হলো বাংলা নববর্ষকে। জেলা প্রশাসন আয়োজনে সোমবার সকালে জিলা স্কুল মাঠের বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ উৎসব শুরু হয়। 

‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানে শিল্পীরা নতুন বছরকে স্বাগত জানান। বর্ষবরণের উৎসবে যোগ দেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু সাইমসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, নানা শ্রেণি-পেশার মানুষ। সাংষ্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি করেন শিল্পীরা। এরপর জিলা স্কুলের সম্মুখে বেলুন উড়িয়ে বর্ষবরণের মূল আকর্ষণ আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করা হয়। বৈশাখী সাজে সজ্জিত হয়ে নানা শ্রেণী-পেশার মানুষ এ শোভাযাত্রায় অংশ নেয়। ঢাক-ঢোলের তালে তালে শোভযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় লাঠি খেলা, লাঙ্গল-জোয়াল, পালকি, কাকতাড়ুয়াসহ বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। বর্ষ বরণের এ আয়োজন বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও উদার মানবিকতার প্রতীক হিসেবে মনে করেন সচেতনরা।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর নববর্ষ এত স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করা হয়নি। হিংসা-বিদ্বেষের কারণে মুখ দেখাদেখি বন্ধ ছিল। আজকে বাংলা ১৪৩২ সালের প্রথম দিনে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনে সমস্ত ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ভূলে গিয়ে দেশ গঠনে সবাই মনোযোগি ও কর্মমূখী হবো। আমরা যেন সবাই শান্তি-সুখে বসবাস করতে পারি এমন অঙ্গীকার নিয়ে দেশকে সুন্দরভাবে গড়তে পারি। 

মন্তব্য করুন


Link copied