আর্কাইভ  বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫ ● ৩ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫

নীলফামারীতে যানবাহণে নিষিদ্ধ হর্ণ ব্যবহারে তিনটি ট্র্যাককে জরিমানা

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, রাত ০৮:৫৩

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় নীলফামারীতে তিনটি যানবাহন(ট্র্যাক) থেকে ১হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(১৫ এপ্রিল) বিকেলে জেলা সদরের বাইপাস মোড় এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। এসময় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। 
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমুলক প্রকল্প’র আওতায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তিনটি যানবাহনে ব্যবহার নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ পাওয়া যাওয়ায় তাদের ৫০০ টাকা করে ১৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরে উদ্ধার হওয়া হর্ণগুলো ধ্বংস করা হয়। 

মন্তব্য করুন


Link copied