আর্কাইভ  বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫ ● ৩ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫

দোকান বন্ধ রেখে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাবে রংপুরের ব্যবসায়ীরা

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, রাত ০৯:০০

Advertisement

মমিনুল ইসলাম রিপন রংপুর।। ফিলিস্তিনের নির্যাতিত, নিপীড়িত ও নিরীহ জনগণের প্রতি সংহতি জানিয়ে বিভাগীয় নগরীর রংপুরে আধাবেলা ধর্মঘটের ডাক দিয়েছে ব্যবসায়ীরা। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সকল দোকানপাট বন্ধ রাখা হবে।  


মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের প্রেসিডেন্ট আকবর আলী।

তিনি জানান, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বুধবার (১৬ এপ্রিল) রংপুর নগরীর সুপার মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ ও ফিলিস্তিনী শহীদদের জন্য দোয়া কর্মসূচি পালন করা হবে।

আকবর আলী আরও জানান, সকাল ছয়টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলাকালে নগরীর সকাল দোকানপাট বন্ধ থাকবে। এতে রংপুর নগরীর ১৫৬টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবীদসহ নানা শ্রেণি পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নেবেন। এ সময় ইসরায়েলের সকল পণ্য বয়কটের সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী, সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল, জেলা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক এমদাদ হোসেন, জুয়েলারী ব্যবসায়ী সমিতির সংগঠক আব্দুল আলীম বুলু, মটরসাইকলে পাটর্স ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


Link copied