আর্কাইভ  শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫ ● ৬ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫

২০ এপ্রিল গণশুনানি॥ উপস্থিত থাকবেন দুদক চেয়ারম্যান, নীলফামারীতে মতবিনিময় সভা

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, বিকাল ০৬:২৪

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” আগামী ২০ এপ্রিল/২০২৫  সকাল ৯টা থেকে দিন ব্যাপী নীলফামারী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দূর্নীতি দমন কমিশন (দুদক) এর গণশুনানি। উক্ত গণশুনানিতে উপস্থিত থাকবেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, দুদক কমিশনার (তদন্ত) মিঞ্চা মুহাম্মদ আলি আকবার আজিজী ও দুদক কমিশনার(অনুসন্ধ্যান) ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ আহ্সান ফরিদ। 
এজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের বিরুদ্ধে সাধারন মানুষজনের হয়রানী ও দূর্নীতির অভিযোগ সরাসরি দায়েরের ব্যবস্থা করা হয়েছে এই গণশুনানিতে। গণশুনানি ঘিরে জেলা জুড়ে চলছে ব্যাপক প্রচার প্রচারনা। পাশাপাশি অস্থায়ী বুথ ও ভ্র্যাম্যমান বুথের ব্যবস্থা রাখা হয়েছে। সাধারন মানুষজন ১৭ এপ্রিল পর্যন্ত লিখিত ভাবে অভিযোগ জমা দিতে পারবেন। পাশাপাশি গণশুনানির দিন অনুষ্ঠান স্থলের বসানো হবে বুথ। সেখানেও অভিযোগ গ্রহণ করা হবে। এছাড়া দুদকের হটলাইন ১০৬ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যাবে। ইতোমধ্যে অভিযোগ গ্রহণ চলমান রয়েছে। এ গণশুনানিতে অংশ নিয়ে অভিযোগ তুলতে পারবেন সেবা প্রত্যাশীরা।”
আজ বুধবার (১৬এপ্রিল) দুপুরে নীলফামারী প্রেসক্লারে এ ব্যাপারে মতবিনিময় সভা করেছেন দূর্নীতি দমন কমিশনের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের নীলফামারী জেলা কার্যালয়। ওই মতবিনিময় সভায় দুদকের এই জেলার উপ-পরিচালক মোঃ শাওন মিয়া ও সহকারি পরিচালক সাবদারুল ইসলাম উপস্থিত থেকে গণশুনানির বিস্তারিত সাংবাদিকদের নিকট উপস্থাপন করেছেন। পাশাপাশি গণশুনানি সফলতার জন্য সাংবাদিকদের সহযোগীতা কামনা করা হয়। 
মতবিনিময় সভায় আরও জানানো হয়, যেসব সরকারি দপ্তরসমূহে অভিযোগ বক্স স্থাপন, দুর্নীতির প্রবণতা রয়েছে, এমন দপ্তরসমূহে দুদকের টিম পাঠানো এবং অভিযোগ সংগ্রহ, পর্যাপ্ত লিফলেট, পোস্টার ও ব্যানার সাটানো, মাইকিং করা, অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। আশা করা হচ্ছে অন্তঃবর্তীকালিন সরকার দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স, তা বাস্তবায়নে এই গণশুনানির কর্মসূচি সহায়ক হবে।
এ সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারন সম্পাদক নুর আলম, দৈনিক জনকন্ঠের স্টাফরিপোর্টার তহমিন হক ববী, আরটিভির রিপোর্টার হাসার রাব্বী প্রধান, আমার দেশ পত্রিকার প্রতিনিধি আব্দুর রাজ্জাক. সংগ্রামের জেলা প্রতিনিধি কামরুজ্জামান, শিক্ষাডটকমের প্রতিনিধি সুভাস বিশ্বাস, বাংলাট্রাইবুনের প্রতিনিধি তৈয়ব আলী, সমাচার পত্রিকার আরিফ হোসেন, দিনকাল পত্রিকার নাছির উদ্দিন মিলন ও ভোরের কাগজের রাজু আহমেদ প্রমুখ। 

মন্তব্য করুন


Link copied