নিউজ ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।
মঙ্গলবার (২২ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তবে রেড নোটিশ জারি হলেও এখনো ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজীর আহমেদের ছবি ও তথ্য মোস্ট ওয়ান্টেড তালিকায় আসেনি। কারণ হিসেবে ইন্টারপোলের ওয়েবসাইটে বলা হয়েছে, বেশিরভাগ রেড নোটিশ কেবল আইন প্রয়োগকারী সংস্থার ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ।
অর্থাৎ বেনজীর আহমেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। তবে পাবলিকলি অর্থাৎ সবার জন্য ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়নি। শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীই বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ দেখতে পারবে।
আদালতের নির্দেশনায় প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) ও তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে।
পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা সূত্রে জানা যায়, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার এক আদালত সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর গত ফেব্রুয়ারি থেকে বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। আর্থিক দুর্নীতি বা অপরাধের অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ হিসেবে গত ১০ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল।
এনসিবি সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদের রেড নোটিশ জারির তথ্য ইন্টারপোলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে সেটি শুধুমাত্র পুলিশ দেখতে পারবে। হয়তো কিছুদিন পরে ইন্টারপোল এই তথ্য সবার জন্য উন্মুক্ত করতে পারে।
ইন্টারপোলের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ২২ এপ্রিল পর্যন্ত ৬২ বাংলাদেশি অপরাধীর নাম ও তাদের তথ্য ইন্টারপোলের ওয়েবসাইটে রয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য ইন্টারপোলের কাছে পৃথক তিন ধাপে আবেদন করে এনসিবি।
আরও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি হতে পারে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।