ঠাকুরগাঁও প্রতিনিধি: শারীরিক গঠনে উচ্চতা কম হওয়ায় প্রতিবেশি, আতœীয়-স্বজন এমনকি পরিবারের কাছে হতে হয় নানা কটাক্ষের শিকার। পড়াশোনা করে বড় হওয়ার স্বপ্নে বিভোর হলেও সম্ভব হয়নি। তবে পড়াশোনা বা চাকরী করে সফল না হলেও ভালবেসে সফল হয়েছেন তারা দুজনে। একজন যেন আরেকজনের পরিপূরক। হাজারো অভাবে ছেড়ে যাননি এক...