আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০২৪ ● ৫ পৌষ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: পঞ্চগড় সীমান্ত থেকে বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ       আমাদের আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না: রংপুরে চরমোনাই পীর       নীলফামারীতে পৃথক সড়ক দূর্ঘটনায় ইপিজেডের নারী কর্মী সহ ২ জন নিহত       নীলফামারীতে প্রশস্তকরণ কাজে জমি অধিগ্রহনের চেক বিতরণ       নীলফামারীতে সেরা তিন রেমিটেন্স যোদ্ধাকে সন্মাননা প্রদান      

 

সেই অশ্লীল নায়করা কোথায়?

সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৩, দুপুর ১২:৩১

পর্দায় ভিলেন হিসেবে উপস্থিত মিশা সওদাগর, মিজু আহমেদ, ডিপজল, শিবা শানু, ইলিয়াস কোবরা, চিতা এরাও ভালগার নায়কদের পাশাপাশি চুটিয়ে অশ্লীল দৃশ্যে অভিনয় করতেন। এদের মধ্যে ভিলেন চরিত্রে অশ্লীল দৃশ্যে অভিনয় করে বিতর্কিত হলেও এখনো পেশায় ব্যস্ত আছেন ডিপজল বাদে প্রায় সবাই। চলচ্চিত্র ব্যবসায় মন্দার কারণে ডিপজল স্বেচ্ছায় সরে গেছেন এ অঙ্গন থেকে। বাকিরা অল্প সংখ্যক চলচ্চিত্রে নিজেদের ব্যস্ততা ধরে রাখার চেষ্টা করছেন।

ভালগার নায়কদের মধ্যে শাহিন আলম পুরোপুরি ছেড়ে গেছেন চলচ্চিত্র। এখন নিয়মিত একটি দোকানে দোকানদারি করছেন তিনি। সোহেল চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখালেও প্রথম প্রযোজিত ছবিটি কোন রকমে মুক্তি দিয়ে ছেড়েছেন চলচ্চিত্র পাড়া। সংশ্লিষ্ট এক চলচ্চিত্র ব্যবসায়ী জানান, সোহেল এখন কার্যত পথে পথে ঘুরে। আয় রোজগারের কোন পথেই তিনি নেই। মেহেদী, প্রিন্স, বিপ্লব, আরবাজের অবস্থাও একই। তারা কালেভদ্রে কাকরাইলের চলচ্চিত্র পাড়ায় হাজিরা দিলেও পুরো মাত্রায় বেকার। মেহেদী স্টেজ শো করে সামান্য আয় রোজগার করলেও অন্যদের তেমন সৌভাগ্য হচ্ছে না। নায়ক থেকে ভিলেন বনে গিয়ে ব্যস্ত থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আলেকজান্ডার বো ও অমিত হাসান। ড্যানি সিডাক ব্যস্ত হয়েছেন রাজনীতিতে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তিনি। তবে চেষ্টা করছেন ডিজিটাল ফরমেটে ছবি প্রযোজনার।

মন্তব্য করুন


 

Link copied