সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৩, দুপুর ১২:৩১
পর্দায় ভিলেন হিসেবে উপস্থিত মিশা সওদাগর, মিজু আহমেদ, ডিপজল, শিবা শানু, ইলিয়াস কোবরা, চিতা এরাও ভালগার নায়কদের পাশাপাশি চুটিয়ে অশ্লীল দৃশ্যে অভিনয় করতেন। এদের মধ্যে ভিলেন চরিত্রে অশ্লীল দৃশ্যে অভিনয় করে বিতর্কিত হলেও এখনো পেশায় ব্যস্ত আছেন ডিপজল বাদে প্রায় সবাই। চলচ্চিত্র ব্যবসায় মন্দার কারণে ডিপজল স্বেচ্ছায় সরে গেছেন এ অঙ্গন থেকে। বাকিরা অল্প সংখ্যক চলচ্চিত্রে নিজেদের ব্যস্ততা ধরে রাখার চেষ্টা করছেন। ভালগার নায়কদের মধ্যে শাহিন আলম পুরোপুরি ছেড়ে গেছেন চলচ্চিত্র। এখন নিয়মিত একটি দোকানে দোকানদারি করছেন তিনি। সোহেল চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখালেও প্রথম প্রযোজিত ছবিটি কোন রকমে মুক্তি দিয়ে ছেড়েছেন চলচ্চিত্র পাড়া। সংশ্লিষ্ট এক চলচ্চিত্র ব্যবসায়ী জানান, সোহেল এখন কার্যত পথে পথে ঘুরে। আয় রোজগারের কোন পথেই তিনি নেই। মেহেদী, প্রিন্স, বিপ্লব, আরবাজের অবস্থাও একই। তারা কালেভদ্রে কাকরাইলের চলচ্চিত্র পাড়ায় হাজিরা দিলেও পুরো মাত্রায় বেকার। মেহেদী স্টেজ শো করে সামান্য আয় রোজগার করলেও অন্যদের তেমন সৌভাগ্য হচ্ছে না। নায়ক থেকে ভিলেন বনে গিয়ে ব্যস্ত থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আলেকজান্ডার বো ও অমিত হাসান। ড্যানি সিডাক ব্যস্ত হয়েছেন রাজনীতিতে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তিনি। তবে চেষ্টা করছেন ডিজিটাল ফরমেটে ছবি প্রযোজনার।
পর্দায় ভিলেন হিসেবে উপস্থিত মিশা সওদাগর, মিজু আহমেদ, ডিপজল, শিবা শানু, ইলিয়াস কোবরা, চিতা এরাও ভালগার নায়কদের পাশাপাশি চুটিয়ে অশ্লীল দৃশ্যে অভিনয় করতেন। এদের মধ্যে ভিলেন চরিত্রে অশ্লীল দৃশ্যে অভিনয় করে বিতর্কিত হলেও এখনো পেশায় ব্যস্ত আছেন ডিপজল বাদে প্রায় সবাই। চলচ্চিত্র ব্যবসায় মন্দার কারণে ডিপজল স্বেচ্ছায় সরে গেছেন এ অঙ্গন থেকে। বাকিরা অল্প সংখ্যক চলচ্চিত্রে নিজেদের ব্যস্ততা ধরে রাখার চেষ্টা করছেন।
ভালগার নায়কদের মধ্যে শাহিন আলম পুরোপুরি ছেড়ে গেছেন চলচ্চিত্র। এখন নিয়মিত একটি দোকানে দোকানদারি করছেন তিনি। সোহেল চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখালেও প্রথম প্রযোজিত ছবিটি কোন রকমে মুক্তি দিয়ে ছেড়েছেন চলচ্চিত্র পাড়া। সংশ্লিষ্ট এক চলচ্চিত্র ব্যবসায়ী জানান, সোহেল এখন কার্যত পথে পথে ঘুরে। আয় রোজগারের কোন পথেই তিনি নেই। মেহেদী, প্রিন্স, বিপ্লব, আরবাজের অবস্থাও একই। তারা কালেভদ্রে কাকরাইলের চলচ্চিত্র পাড়ায় হাজিরা দিলেও পুরো মাত্রায় বেকার। মেহেদী স্টেজ শো করে সামান্য আয় রোজগার করলেও অন্যদের তেমন সৌভাগ্য হচ্ছে না। নায়ক থেকে ভিলেন বনে গিয়ে ব্যস্ত থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আলেকজান্ডার বো ও অমিত হাসান। ড্যানি সিডাক ব্যস্ত হয়েছেন রাজনীতিতে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তিনি। তবে চেষ্টা করছেন ডিজিটাল ফরমেটে ছবি প্রযোজনার।
মন্তব্য করুন
বিনোদন’র আরো খবর
সংশ্লিষ্ট
লাবণ্য হয়ে ফিরে আসছেন পরীমনি!
জনি সিন্স বাংলাদেশের সুপারস্টার!
অবশেষে জামিন পেলেন আল্লু অর্জুন, আপাতত জেলে যেতে হচ্ছে না
ফুলকপি চাষে ক্ষেতে ব্যস্ত জয়া!