আবির ইলাহি জুবায়ের: রংপুর শহরের খামাড় মোড়—এ জায়গাটিকে অনেকেই শহরের ‘টিএসসি’ বলে ডাকেন। কারণ দিনের পর দিন, বছরের পর বছর ধরে এখানে গড়ে উঠেছে এক অনন্য আড্ডা-সংস্কৃতি। কারমাইকেল কলেজ কিংবা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর গল্প, হাসি, তর্ক আর স্মৃতির সঙ্গে মিশে আছে এই মোড়ে...