স্টাফরিপোর্টার,নীলফামারী॥ আন্তঃজেলার ডাকাত সর্দার ২০ মামলার আসামী মমতাজ উদ্দিন ওরফে একরামুল ওরফে মোন্তাজ ওরফে মমতাজ আলী ওরফে আকতারকে(৪৮) বিশেষ অভিযান চালিয়ে নীলফামারী পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার(১১ জুন) রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার রাবেয়ার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডাকাত মমতাজ নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী দালালীপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
সোমবার(১২ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার।
জানা যায়, চলতি বছরের ১৩ জানুয়ারী নীলফামারী পৌর এলাকার বাড়াইপাড়া গ্রামের নাসিরুল ইসলামের খামারে ডাকাতি করে ৮টি গরু লুট করা হয়। এ ঘটনায় নাসিরুল সদর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সদর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত মমতাজ সহযোগী আলম ও চোরাই গরু ক্রেতা বক্করকে গ্রেপ্তার করে। বিজ্ঞ আদালতে তাদের দেয়া ১৬৪ ধারা জবানবন্দীতে মমতাজ ডাকাত সহ অন্যান্য সহযোগী ও চোরাইগরু ক্রেতাদের নাম প্রকাশ পায়। তাদের গ্রেপ্তারের পর পরেই মমতাজ সহ অন্যরা আত্মগোপনে চলে যায়। আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে গরু চোরের সর্দার মমতাজের দল সক্রিয় হয়ে উঠে এলাকায় ফিরে আসে। তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সৈয়দপুর উপজেলার রাবেয়ার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, গরু চোর সর্দার মমতাজের নামে নীলফামারী থানায় ৫টি, সৈয়দপুর থানায় ১১টি, দিনাজপুর কোতয়ালী থানায় ১টি, চিরির বন্দর থানায় ২টি ও টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় ১টি মামলা রয়েছে।