আর্কাইভ  বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০২৪ ● ২৮ অগ্রহায়ণ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: বাদ যাচ্ছে সাড়ে ১২ বছরের কম বয়সী ২১১১ মুক্তিযোদ্ধার নাম       পঞ্চগড়ে সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৫৬ বিজিবি কর্তৃক ৫ জন আটক       বাংলাদেশে জাপানি বিনিয়োগ অব্যাহত থাকার প্রতিশ্রুতি       ১৫ বছরের মরে যাওয়া শিপিং কার্যক্রমে গতি আনছে অন্তর্বর্তী সরকার: নৌ-পরিবহন সিনিয়র সচিব       মানবিকতাবোধহীন শিক্ষা দিয়ে কী লাভ ?      

 

আলুর দাম কবে কমবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা

সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, রাত ১০:৩৭

নিউজ ডেস্ক:  বাংলাদেশের আলুর বাজার এখন অত্যন্ত অস্থিতিশীল। তবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, নতুন আলু বাজারে আসার পর দাম কমে আসবে, এবং এটি এক মাসের মধ্যে হতে পারে।

সোমবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ বশিরউদ্দীন বলেন, "আলুতে বর্তমানে চরম অস্থিরতা চলছে। নতুন আলু বাজারে আসতে আরো প্রায় ৪ সপ্তাহ লাগতে পারে, তবে আমি আশা করছি, তিন সপ্তাহের মধ্যে আলুর দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।"

এদিকে, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকায় নির্ধারণ করা হয়েছে। বাজারে পাঁচ লিটারের বোতল সয়াবিন তেলের নতুন দাম হবে ৮৬০ টাকা এবং খোলা পাম তেলের দাম প্রতি লিটার ১৫৭ টাকা। উপদেষ্টা আরও জানান, নতুন দাম আজ থেকেই কার্যকর হবে।

এই পরিস্থিতি থেকে মনে হচ্ছে, আসন্ন সময়ে দেশের বাজারে কিছুটা স্বস্তি আসবে, বিশেষত আলুর দাম কমে গেলে সাধারণ মানুষকে কিছুটা শান্তি মিলবে।

মন্তব্য করুন


 

Link copied