আর্কাইভ  মঙ্গলবার ● ২৮ জানুয়ারী ২০২৫ ● ১৫ মাঘ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ২৮ জানুয়ারী ২০২৫
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে- নির্বাচন কমিশনার সানাউল্লাহ       সৈয়দপুরে রেলের পরিত্যক্ত জায়গায় মেডিকেল কলেজ নির্মাণের দাবীতে মানববন্ধন       র‌্যাবের পৃথক অভিযানে স্ত্রী হত্যায় স্বামী ও অপহরণ মামলা আসামী গ্রেপ্তার       জামায়াতের ওপর হাত দেওয়ার ৭ দিনেই আল্লাহ তাকে নিষিদ্ধ করেন: গোলাম পরওয়ার       ফিক্সিং থেকে পারিশ্রমিক, ‘অন্যরকম বিপিএল’ নিয়ে যত বিতর্ক      

 

উত্তরাঞ্চলের জন্য ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’, প্রথম দিনে যায়নি কোনো পণ্য

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, দুপুর ০৪:০৯

দিনাজপুর: কোনো পণ্য ছাড়াই ঢাকার উদ্দেশ্যে দিনাজপুর থেকে ছেড়ে গেছে ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’টি। উত্তরাঞ্চলের সবজির বাজারের পরিধি বাড়াতে বিশেষ এ ট্রেন সার্ভিসের চালু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ২৬ মিনিটে কিছুটা দেরিতে দিনাজপুর স্টেশনে পৌঁছায় কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি। যা ১০টা ৩৯ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।  

এর আগে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে সকাল ৭টায় বিশেষ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

স্টেশন সূত্রে জানা গেছে, এখন থেকে প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৭ মিনিটে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি।

এ বিষয়ে দিনাজপুর স্টেশন সুপার জিয়াউর রহমান বলেন, উত্তরাঞ্চলের বিভিন্ন সবজি ঢাকায় নেওয়ার জন্য কৃষিপণ্য স্পেশাল ট্রেন সার্ভিসের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রতি বৃহস্পতিবার এ বিশেষ ট্রেনটি পঞ্চগড় থেকে সকাল ৭টায় যাত্রা শুরু করবে। ট্রেনটি সকাল ৯টা ২১ মিনিটে দিনাজপুর স্টেশনে পৌঁছাবে যা ৯টা ৫৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রথমদিনে কোনো কৃষকের সাড়া পাওয়া যায়নি। আশা করছি, আগামী বৃহস্পতিবার থেকে কৃষকরা বুকিংয়ের মাধ্যমে তাদের উৎপাদিত সবজি এ বিশেষ ট্রেনের মাধ্যমে ঢাকায় নেবেন। সবজি ছাড়াও এ বিশেষ ট্রেনে ফ্রিজিংয়ের ব্যবস্থা আছে, যেখানে দুধ বা মাংস জাতীয় পণ্যও ছাড়াই পরিবহন করতে পারবেন।

কৃষিপণ্য স্পেশাল ট্রেনটির দিনাজপুর, জয়পুরহাট ও গাজীপুর হয়ে বিভিন্ন স্টেশনে থেমে রাত সোয়া ১০টার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

মন্তব্য করুন


 

Link copied