আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০২৪ ● ৩০ কার্তিক ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫       হাসিনাকে সকল বিবৃতি থেকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়       ভারতে শেখ হাসিনার ১০০ দিন : কীভাবে রয়েছেন, সামনেই বা কী?       আগাম আলু চাষে ব্যস্ত ঠাকুরগাঁওয়ের চাষীরা       শুধু গাছটা কাটতে পেরেছি, শেকড় এখনও উৎখাত করতে পারিনি: আসিফ      

 

এবার চূড়ান্ত বিপ্লব ডাকের হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ

বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, রাত ০৯:৪৯

নিউজ ডেস্ক: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান ব্যর্থ করতে চাইলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দরবার হলে ‘মাওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ আলোচনায় এ মন্তব্য করেন তিনি। এরপর বুধবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড পেজে সেই বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করেন আসিফ মাহমুদ।

যুব উপদেষ্টা ওই পোস্টে লিখেছেন, ‘আমরা ৫ আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলাম। কেউ যদি রক্তস্নাত এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায় চূড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধেই আসবে।’

অন্তর্বর্তী সরকারে তিন উপদেষ্টা নিয়োগের পর থেকে একটি পক্ষ প্রশ্ন তুলেছে। এ ছাড়া তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের একটি সুপারিশপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। যার ব্যাখ্যাও দিয়েছেন নাহিদ।

ধারণা করা হচ্ছে, অন্তর্বর্তী সরকার এবং অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে যারা বিভিন্নভাবে প্রশ্ন তুলে অভ্যুত্থান ব্যর্থ করার প্রচেষ্টা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিপ্লবের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ।

আলোচনাসভায় অংশগ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নতুন উপদেষ্টা নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘আমরা মনে করি যে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন।এই সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন এবং যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারাও এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্যে শামিল হবেন।’

 
 

মন্তব্য করুন


 

Link copied