লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিহাটের কালীগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে আবু বক্কর (৫৫) নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ই জানুয়ারী) দুপুরে উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আবু বক্কর উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
স্থানীযরা জানায়, আবু বক্কর পাশের গ্রামে দিন মজুরের কাজ করতে এসে ক্ষেতে কোদাল দিয়ে মাটি কাটছিলেন। এ সময় পাশে একটি পানির পাম্পের বৈদ্যুতিক লাইনের তারটি হাত দিয়ে সরাতে গেলে বিদ্যৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিযে পড়েন। পরে পাশেই কাজ করা অন্যান্য দিনমুজিরগন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। আবু বক্করের মৃত্যুতে তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।