কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম এর ৪টি আসনে মোট ৪৮টি মনোনয়নপত্র বিতরণ করা হলেও ৩৯টি মনোনয়নপত্র জমা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রামের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
জেলার মোট ৪টি আসনে বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ০৪জন, জাতীয় পার্টি ০৪জন, জাতীয় পার্টি জেপি ০১জন, স্বতন্ত্র ১৪জন, তৃণমূল বিএনপি ০২জন ও অন্যান্য দলে ১৪জনসহ মোট ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে কুড়িগ্রাম ৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার ছেলে সাফায়াত বিন জাকির স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করলেও পরে তা জমা করেন নি।
কুড়িগ্রাম-১ আসনে মোট ০৮টি মনোনয়নপত্র বিতরণ করা হলেও জমা পড়েছে ০৭টি। এর মধ্যে এ কে এম মোস্তাফিজুর রহমান জাতীয় পার্টি, মোঃ আতিকুর রহমান স্বতন্ত্র, মোঃ আছলাম সওদাগর বাংলাদেশ আওয়ামী লীগ, কাজী মোঃ লতিফুল কবির বাংলাদেশ তরিকত ফেডারেশন, মোঃ আব্দুল হাই জাকের পার্টি, মো: নুর মোহাম্মদ ন্যালনাল পিপলস পার্টি (এনপিপি), মো: মনিরুজ্জামান খান ভাষানী বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুড়িগ্রাম-১ আসনে মো: তাজুল ইসলাম বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী হিসেবে মনোয়নপত্র নিলেও তা জমা দেন নি।
কুড়িগ্রাম-২ আসনে মোট ১২টি মনোনয়নপত্র বিতরণ করা হলেও জমা দেওয়া হয় ১১টি। এর মধ্যে পনির উদ্দিন আহমেদ জাতীয় পার্টি, মো: আবু সুফিয়ান স্বতন্ত্র, মোঃ জাফর আলী বাংলাদেশ আওয়ামী লীগ, মোঃ আব্দুস ছালাম ন্যাশনাল পিপলস পার্টি, মোঃ মশিউর রহমান জাকের পার্টি, মোঃ হামিদুল হক খন্দকার স্বতন্ত্র, মোঃ আব্দুল কুদ্দুস মিয়া ওয়ার্কাস পার্টি, মোঃ নাজমুল হুদা স্বতন্ত্র, মোঃ শফিউজ্জামান স্বতন্ত্র ও মোঃ মকবুল হোসেন বাংলাদেশ কংগ্রেস ও মোছা: শেফালী আক্তার বাংলাদেশ সুপ্্রীম পার্টি (বিএসপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছেন। কুড়িগ্রাম-২ আসনে শাহজাহান আরিফ আজম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র নিলেও তা জমা দেন নি।
কুড়িগ্রাম-৩ আসনে মোট ১০টি মনোনয়নপত্র বিতরণ করা হলেও জমা পড়েছে ০৭টি। এর মধ্যে আব্দুস সোবহান জাতীয় পার্টি, মোঃ সাহেব মিয়া জাকের পার্টি, মোসাদ্দেকুল আলম ন্যাশনাল পিপলস পার্টি, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে বাংলাদেশ আওয়ামী লীগ, ডা. আক্কাছ আলী সরকার স্বতন্ত্র, মো: আব্দুল বাতেন তৃণমূল বিএনপি ও মো: হাবিবুর রহমান কৃষক শ্রমিক জনতা লীগ এর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। কুড়িগ্রাম-৩ আসনে মোঃ রাখিবুল হাসান সরদার স্বতন্ত্র, মোঃ আব্দুর রহিম ভূইয়া স্বতন্ত্র, ফজলুল হক বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী হিসেবে মনোয়নপত্র গ্রহণ করলেও তা জমা দেন নি।
কুড়িগ্রাম-৪ আসনে মোট ১৮টি মনোনয়নপত্র বিতরণ করা হলেও জমা দেওয়া হয়েছে ১৪টি। এর মধ্যে মোঃ রুহুল আমীন জাতীয় পার্টি জেপি, মোঃ মজিবুর রহমান বঙ্গবাসী স্বতন্ত্র, মোঃ শহিদুল ইসলাম শালু স্বতন্ত্র, এ কে এম সাইফুর রহমান জাতীয় পার্টি, মোঃ শাহ আলম জাকের পার্টি, মো: জোবায়দুল ইসলাম বাদল স্বতন্ত্র, মোঃ বিপ্লব হাসান পলাশ বাংলাদেশ আওয়ামী লীগ, মোঃ আবু শামীম হাবীব কৃষক শ্রমিক জনতা লীগ, মোঃ মাসুম ইকবাল স্বতন্ত্র, মোঃ আবু হানিফ স্বতন্ত্র, মোঃ ফারুকুল ইসলাম স্বতন্ত্র, মোঃ আতিকুর রহমান খান তৃণমুল বিএনপি, মো: ফারুকুল ইসলাম স্বতন্ত্র, শাহ্ মো: নুর-ই-শাহী স্বতন্ত্র ও মো: আব্দুল হামিদ বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী হিসেবে মোট ১৪জন মনোনয়ন ফরম জমা করেছেন। কুড়িগ্রাম-৪ আসনে সাফায়াত বিন জাকির স্বতন্ত্র, প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ, মোঃ মেহের উল্লাহ (সেলিম) সুপ্রিম পার্টি, জাহিদ হাসান স্বতন্ত্র হিসেবে মনোয়নপত্র নিলেও জমা করেন নি।
কুড়িগ্রামের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, এখন পর্যন্ত কুড়িগ্রামের ৪টি আসনের জন্য মোট ৩৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশমতো ৩০ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল।