কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাফর আলীর ছোট ছেলে জাহেদুল ইসলাম সবুজকে (৩৯) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে রংপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাব-১৩-এর মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার সবুজ খাদ্য বিভাগের অধীন খাদ্য পরিদর্শক পদে কর্মরত। এর আগে তিনি কুড়িগ্রাম খাদ্য বিভাগে যুক্ত থাকলেও পরে দিনাজপুর খাদ্য বিভাগে বদলি হন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে কুড়িগ্রামে সংঘঠিত সংঘর্ষের ঘটনায় নিহত শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি নাজমুল আলম সাংবাদিকদের বলেন, ‘কুড়িগ্রাম সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় সবুজ এজারভুক্ত ৬ নম্বর আসামি। রংপুর র্যাব-১৩ তাকে গ্রেফতার করেছে। আমাদের রিকুইজিশন ছিল। গ্রেফতার আসামিকে রাতে পুলিশ পাঠিয়ে আনা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।’
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।